বাংলাহান্ট ডেস্কঃ বিশ্বের অন্যতম বৃহত্তম থ্রি জর্জ ড্যামের কাছেই ইচাং শহর। থ্রি জর্জ ড্যামও রক্তচক্ষু দেখাচ্ছে চীনকে। প্রবল জলরাশি ইচাংএ একের পর এক গাড়ি ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে।
https://twitter.com/PhdParody/status/1278180290658172929?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1278180290658172929%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fphotos%2Fworst-hit-of-flood-in-south-china-utm-source-wrld-324570
জলের তোড়ে ভাসাচ্ছে গোটা দক্ষিণ চিন (South China)। উত্তাল হয়ে উঠেছে ইয়াংতজে নদী। রাস্তার উপর বিদ্যুৎ বেগে জল বইছে।
Flood in #China — A building sailing in the river? https://t.co/R64evzV2vG
— Joeq橋 (@direkchannel) July 1, 2020
ঠিক যেন ভাসিয়ে নিয়ে যাচ্ছে সমগ্র হুবেই প্রদেশকে।
https://twitter.com/UndergroundSilk/status/1278817626781822978?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1278817626781822978%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fphotos%2Fworst-hit-of-flood-in-south-china-utm-source-wrld-324570
চিনের বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বহুতলের অনেক উচ্চতা পর্যন্ত ঢুকে গিয়েছে বন্যার জল। দোতলার ঘরের মধ্য দিয়ে বইছে বিপুল জলরাশি।
https://twitter.com/WassGhom/status/1276869267468713989?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1276869267468713989%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fphotos%2Fworst-hit-of-flood-in-south-china-utm-source-wrld-324570
প্রকৃতি এতটাই ভয়াবহ রূপ দেখাচ্ছে চিনকে যে বড় বড় শহর চলে গিয়েছে নদীর ঘোলাটে কাদা মাখা জলের তলায়। বড় বড় গাড়ি ভেসে যাচ্ছে জলের তোড়ে।
Flood in #Yichang City, #Hubei province, #China, on Jun 27. Yichang is only 20 kilometers away from the #ThreeGorgesDam, and is the first city downstream of the Dam. Local residents suspect that the flood was caused by secretly released floodwater from the Three Gorges Dam. pic.twitter.com/YOButxlPZ9
— Inconvenient Truths by Jennifer Zeng 曾錚真言 (@jenniferzeng97) June 28, 2020
ভেঙে পড়ছে বড় বড় বিল্ডিং। ভেসে যাচ্ছে বহুতলের বড় বড় চাঁই। চিনে বন্যার করাল গ্রাসে ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১ কোটি ৫০ লক্ষ মানুষ। তছনছ হয়ে গিয়েছে পর্যটন শহর ইচাং।
https://twitter.com/MediaToShare/status/1276896683318808577?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1276896683318808577%7Ctwgr%5E&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Fbengali%2Fphotos%2Fworst-hit-of-flood-in-south-china-utm-source-wrld-324570
মানুষ শুদ্ধু গাড়ি ভেসে যাচ্ছে নদীর জলে। শেষ পর্যন্ত গাড়ির কাচ ভেঙে উদ্ধার করতে হচ্ছে। ঠিক যেন প্রকৃতির রক্তচক্ষু গিলে খাচ্ছে চিনকে। পশ্চিমি দেশগুলির চাপে এমনিতেই কোণঠাসা চিন। হংকংএ অন্তর্দ্বন্দ্ব,সীমানায় ভারতীয় যুদ্ধ বিমানের মুহুর্মুহু শাসানি তার উপর মানুষ খেকো বন্যা, সব মিলিয়ে জিনপিংয়ের চরম অবস্থা।