সারাদিনের খাটুনির পর মিলবে মাত্র ৪০ টাকা! ১ বছর ‘ওয়ার্ক ফর্ম জেল” করবেন সিধু

বাংলাহান্ট ডেস্ক: তিন দশক পুরোনো অনিচ্ছাকৃত খুনের একটি মামলায় এক বছরের সাজা হয়েছে কংগ্রেস নেতা ও ভারতের জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নভজ্যোৎ সিং সিধুর। সুপ্রিম কোর্টের রায়ের পর আত্মসমর্পণ করেন তিনি। সিধু এখন ২৪১৩৮৩ নম্বর কয়েদি। আছেন পাঞ্জাবের পাটিয়ালা কারাগারের ৭ নম্বর ব্যারাকে।

কিছুদিন আগেই মেডিক্যাল পরীক্ষার জন্য নভজ্যোৎ সিং সিধুকে পঞ্জাবের রাজেন্দ্র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা জানিয়েছেন, বেশ কিছু খাবারে নিষেধাজ্ঞা রয়েছে তাঁর। ময়দা এবং চিনির তৈরি কোনও খাবার খেতে পারবেন না সিধু। তাঁকে দেওয়া হবে বেরি, পেঁপে, পেয়ারা, ডবল টোনড দুধ। আদালতের নির্দেশের তাঁকে সাতটি খাবারের একটি ডায়েট চার্ট করে দেওয়া হয়েছে।

জেলের নির্দেশিকা অনুযায়ী, প্রথম ৯০ দিন কাজের জন্য কোনও পয়সা পাবেন না সিধু। তারপর থেকে প্রত্যহ কাজের জন্য সিধুকে দেওয়া হবে নূন্যতম ৪০ টাকা এবং সর্বোচ্চ ৯০ টাকা। তিনি কেমন কাজ করছেন, তার উপর নির্ভর করে বেতন দেওয়া হবে। বেতনের টাকা সরাসরি সিধুর ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সূত্রের খবর, দু’টো শিফটে কাজ করছেন তিনি। একটা সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং অপর শিফট দুপুর ৩টে থেকে বিকেল ৫টা।

সিধুর আইনজীবী এইপিএস ভর্মা জানান, পাতিয়ালা আদালতে চিকিৎসকের বিধিনিষেধ মেনে খাবারের ব্যবস্থা করার আর্জি জমা দেওয়া হয়েছে। যদিও কর্তৃপক্ষের তরফে এখনও কোনও জবাব মেলেনি। তবে সূত্রের খবর, শারীরিক অসুস্থতার কারণে বাইরে থেকে ওষুধ কিনিয়ে আনতে পারবেন সিধু। চিকিৎসক প্রেশকিপশনে যে ওষুধগুলি সুপারিশ করবেন, তা জেলের ক্যান্টিন থেকে কিনতে পারবেন প্রাক্তন ক্রিকেটার। কিন্তু বাইরে থেকে কোনও খাবার আনানোর অনুমতি এখনও পাননি তিনি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর