বাংলাহান্ট ডেস্ক: পঞ্জাব বিধানসভার নির্বাচন (Punjab election) নিয়ে সরগরম হয়ে রয়েছে রাজনৈতিক মহল। বিজেপি বনাম কংগ্রেসের টক্কর মাঝে মধ্যেই সংবাদ শিরোনামে জায়গা করে নিচ্ছে। আর এর মাঝেই লাইমলাইট গিয়ে পড়েছে নভজোৎ সিং সিধুর (Navjot Singh Sidhu) মেয়ে রাবিয়া সিধুর (Rabia Sidhu) উপরে। মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির বিরুদ্ধে তোপ দেগে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি।
রাবিয়ার দাবি, তাঁর বাবার সামনে দাঁড়ানোর যোগ্যতা পর্যন্ত নেই চান্নির। তিনি এও প্রতিজ্ঞা করেছেন, যতদিন না সিধু নির্বাচনে জিতছেন ততদিন তিনি বিয়ে পর্যন্ত করবেন না। বাবার মতোই রাজনীতি নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল রাবিয়া।
এর আগে ২০২১ সালের মে মাসে কৃষক আন্দোলনের সময়েও এক কাণ্ড ঘটিয়ে নজর কেড়ে নিয়েছিলেন সিধু কন্যা। কৃষক আন্দোলনের সমর্থনে নিজের বাড়ির ছাদে কালো পতাকা উড়িয়েছিলেন তিনি। জানিয়েছিলেন প্রতিবাদ।
তবে নভজোত সিং সিধুর মতো মেয়ে রাবিয়াও কিন্তু শুরু থেকেই রাজনৈতিক জগতের মানুষ ছিলেন না। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়েছেন রাবিয়া। পঞ্জাবে প্রাথমিক শিক্ষার গণ্ডি পেরিয়ে দিল্লি পাড়ি দিয়েছিলেন রাবিয়া। তারপর সিঙ্গাপুরে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ে লন্ডনে স্নাতকোত্তর পাশ করেন তিনি। ফ্যাশন ডিজাইনিংকেই পেশা বানিয়েছেন রাবিয়া। বলা বাহুল্য সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন তিনি।
ইনস্টাগ্রামে প্রায়ই গ্ল্যামারাস অবতারে ছবি শেয়ার করেন রাবিয়া। তাঁর ছবিগুলি দেখে বোঝা দায় যে তিনি একজন ফ্যাশন ডিজাইনার। বলিউডের তাবড় অভিনেত্রীদের থেকে কম কিছু নন তিনি। ফ্যাশন সেন্সেও তিনি মাত দিতে পারেন প্রথম সারির তারকাদের।
আপাতত সিধুর নির্বাচনী প্রচারে দেখা যাচ্ছে রাবিয়াকে। এর আগেও অবশ্য বাবার রাজনৈতিক কেরিয়ারের জন্য মাঠে নামতে দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় রাবিয়ার বেশ জনপ্রিয়তা থাকায় লাভও হচ্ছে সিধুর। প্রচারেই তিনি দাবি করেছেন, বাবা যতদিন না জেতেন ততদিন তিনি বিয়ের পিঁড়িতে বসবেন না।