‘আগে মানসিকতা বদলান’, মহিলাদের ‘রিপড জিন্স’ নিয়ে মন্তব‍্য করায় উত্তরাখণ্ডের মুখ‍্যমন্ত্রীকে কটাক্ষ অমিতাভ-নাতনির

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যে মহিলারা ‘রিপড জিন্স’ পরেন তারা সমাজকে ভুল বার্তা দেন। সম্প্রতি উত্তরাখণ্ডের (uttarakhand) মুখ‍্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতের (tirath singh rawat) এমন মন্তব‍্যে শোরগোল শুরু হয়েছে বিভিন্ন মহলে। মহিলাদের পোশাক নিয়ে শালীনতা অশালীনতার মাত্রা নির্ধারণ করার প্রসঙ্গে এবার উত্তরাখণ্ডের মুখ‍্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করলেন অমিতাভ বচ্চনের নাতনি নভ‍্যা নভেলি নন্দা (navya naveli nanda)।

উত্তরাখণ্ডের মুখ‍্যমন্ত্রীর বিতর্কিত মন্তব‍্যটি উল্লেখ করে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নভ‍্যা লেখেন, ‘আমাদের পোশাক পরিবর্তন করার আগে নিজের মানসিকতা পরিবর্তন করুন। এই ধরনের বার্তা সমাজকে দেওয়া হচ্ছে এটা খুবই আশ্চর্যজনক।’ পাশাপাশি রিপড জিন্স পরা নিজের একটি ছবিও ইনস্টা স্টোরিতে শেয়ার করেন নভ‍্যা। তিনি লেখেন, তিনি রিপড জিন্স পরেন এবং তিনি গর্বিত।


উল্লেখ‍্য, সম্প্রতি দেরাদুনে স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটসের তরফে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েই ওই বিতর্কিত মন্তব‍্য করেন উত্তরাখণ্ডের মুখ‍্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত। তিনি বলেন, যে সমস্ত মহিলারা রিপড জিন্স পরেন তারা শিশুদের সঠিক শিক্ষা দিতে অক্ষম।

প্রসঙ্গত, গত বছরই নিউ ইয়র্কের ফোর্ডহ‍্যাম বিশ্ববিদ‍্যালয় থেকে স্নাতক হয়েছেন নভ‍্যা। এবার স্বাস্থ‍্য ক্ষেত্রে নিজের কেরিয়ার শুরু করেছেন তিনি। অন‍্যান‍্য তারকা সন্তানদের মতো নয়, বরং নিজের মর্জি মতো কাজই বেছে নিলেন নভ‍্যা। সম্প্রতি ‘আরা হেলথ’ নামে একটি অনলাইন প্ল‍্যাটফর্ম শুরু করেছেন অমিতাভ নাতনি। স্বাস্থ‍্য বিষয়ক নানা সমস‍্যা ও অন‍্যান‍্য বিষয় নিয়ে আলোচনা হয় এখানে।

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের মেয়ে শ্বেতার মেয়ে হলেন নভ‍্যা নভেলি নন্দা। তবে বাবার দিক থেকে তিনি কাপুর খানদানের সঙ্গেও যুক্ত। অনেকেই এটা জানেন না নভ‍্যার ঠাকুরমা ঋতু নন্দা আসলে রণধীর কাপুর, প্রয়াত ঋষি কাপুরের বোন। নভ‍্যার একটি ভাইও রয়েছে, অগ‍্যস্ত নন্দা।

সম্পর্কিত খবর

X