কার্ডিফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন ড্রাগন অ্যাওয়ার্ড পেলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী

Published On:

বাংলা হান্ট ডেস্ক: বলিউডে নওয়াজউদ্দিন সিদ্দিকীর অভীনয়ের যাত্রা অনুপ্রেরণার চেয়ে কম কিছু নয়।  বছরের পর বছরের লড়াই করে মুন্না ভাই এমবিবিএস-এর মতো ছবিতে অভিনয় করার পর এখন সর্বাধিক জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন হয়ে ওঠেছেন, নওয়াজউদ্দিন জাতির অন্যতম প্রিয় তারকা। আর তাঁর প্রমাণ পাওয়া গেল যখন সিনেমায় তাঁর শ্রেষ্ঠত্বের জন্য, সম্প্রতি কার্ডিফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাকে গোল্ডেন ড্রাগন পুরষ্কারে ভূষিত করা হয়।

 

নওয়াজউদ্দিনের সুখের শেষ ছিল না।  নিজের জয় নিয়ে খুবই গর্বিত তিনি।   তাঁর জয়টা শেয়ার করে নিলেন নিজের ফ্যানদের সাথেও। সোশ্যাল মিডিয়ায় ফিল্ম ফেস্টিভ্যালের ছবিগুলি শেয়ার করেন, যেখানে হলিউড কিংবদন্তি ডেম জুডি দেঞ্চ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও পেয়েছিলেন।

 

তিনি তাঁর টুইটারে লেখেন, “লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ার জন্য অভিনন্দন ড্যাম জুডি ডঞ্চ। আমাকে সম্মানজনক গোল্ডেন ড্রাগন অ্যাওয়ার্ড প্রদানের জন্য যুক্তরাজ্য এবং কার্ডিফ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কাউন্সেল জেনারেল মিক অ্যান্টনিউ কে অসংখ্য ধন্যবাদ।” রোববার কার্ডিফের একটি অনুষ্ঠানে যুক্তরাজ্যের ওয়েলস-এর কাউন্সিল জেনারেল মিক অ্যান্টনিউ নওয়াজউদ্দিন সিদ্দিকীকে এই পুরষ্কার প্রদান করেন।

 

প্রসঙ্গত, নওয়াজউদ্দিন সিদ্দিকী তাঁর সেক্রেড গেমস এবং রিতেশ বাত্রার ফটোগ্রাফ এবং বিবিসি ইউকে-র ম্যাকমাফিয়ার জন্য প্রশংসা কুড়িয়েছেন।  এদিকে, তিনি 15 নভেম্বর প্রেক্ষাগৃহে আসতে চলেছে মতিচুর চাকনাচুর। যেখানে তাঁর বিপরীতে দেখা যাবে সানি লিওন কে। 

 

X