বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার ভাঙড়ের বিধায়কের (Bhangar MLA) জামিনের আবেদন মঞ্জুর করেছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। ৪২ দিন পর অবশেষে জেল থেকে ছাড়া পেলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি (Nawsad Siddiqui)। এদিন জেল থেকেই বেরিয়েই হুঙ্কার আইএসএফ (ISF) নেতার।
জামিন পেয়েছিলেন গত বৃহস্পতিবারই। তবে কলকাতা হাইকোর্ট জামিন মঞ্জুর করলেও রিলিজ অর্ডার না আসায় শুক্রবার তাঁর মুক্তি হয়নি। তবে দীর্ঘ প্রতীক্ষারর পর শনিবার সকাল ১১টা নাগাদ ছাড়া পান তিনি। ৪২ দিন জেলবন্দি, এদিন মুক্তি পেয়ে কী প্রতিক্রিয়া জনপ্রিয় আইএসএফ বিধায়কের?
শনিবার জেল থেকে বেরোনোর পর সাংবাদিকের প্রশ্নের উত্তরে হুঙ্কার করে নওসাদ বলেন,”কী ভেবেছে আমি ভয় পেয়ে গিয়েছি? এক ফোটাও ভয় পাইনি। কারণ আমার রাজনৈতিক জীবনে কোনও অগণতান্ত্রিক কাজ আমি করিনি। তাই ভয় পাওয়ার প্রশ্ন নেই।” এদিন বিধায়ককে অভিনন্দন জানাতে জেলের বাইরে হাজির হয়েছিল তার বহু অনুগামী সহ দলের কর্মী-সমর্থকরা।
রাজ্য সরকারের উদ্দেশে ক্ষোভ উগরে দিয়ে নওসাদ বলেন, “৩০৭ ধারা দিয়ে রেখেছিল আমায়। কোনও মানেই হয় না। বেআইনিভাবে গ্রেফতার করে রেখেছিল আমায়।” তার সংযোজন, “শাসককে বলব জেলের মান আরও উন্নত করুন। সেন্ট্রাল লক আপ অনুন্নত।” পাশাপাশি তিনি বলেন, “আমি লড়াই জারি রাখব। মানুষের পাশে সর্বদা থাকব।”
প্রসঙ্গত, আজ সকালেই প্রায় ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর গ্রেফতার করা হয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী তথা তরুণ কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীকে। মুক্তির পর এই প্রসঙ্গেও মুখ খোলেন নওসাদ। বলেন, “আমি জানি না ঠিক কী কারণে আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তুভ বাগচীকে গ্রেফতার করা হয়েছে। তবে তিনি যদি সংবিধানের মধ্যে থেকে কিছু বলে থাকেন তবে আমি তার পাশে রয়েছি। তার জন্য গলা ফাটাব।”
এদিন বিধায়ককে সবসময়ের মত বেশ আত্মবিশ্বাসী দেখাচ্ছিল। আপনাদের জানিয়ে রাখি, শনিবার ভাঙ্গড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি সহ আরও ২১ জন আইএসএফ কর্মী ছাড়া পান। সূত্রের খবর, জেল থেকে বেরিয়েই আজ সোজা ফুরফুর শরিফে পৌঁছবেন নওশাদ।