টিকিট কাটার ঝক্কি শেষ! চালু হচ্ছে বাসে স্মার্ট কার্ড পরিষেবা, পুজোর আগে নতুন উদ্যোগ এনবিএসটিসি-র

Published on:

Published on:

NBSTC big initiative bus tickets will be available on smart cards

বাংলা হান্ট ডেস্ক: উত্তরবঙ্গের যাত্রীদের জন্য সুখবর। এবার বাসে অত্যাধুনিক পরিষেবা দিতে স্মার্ট কার্ড চালু করছে এনবিএসটিসি (NBSTC)। এর মাধ্যমে বাসে ওঠার আগে অথবা বাসে উঠে আর টিকিট কাটার কোন ঝামেলা থাকবে না। উত্তরবঙ্গ পরিবহন নিগম থেকে কার্ড কিনে চলাচল করতে পারবেন যাত্রীরা। বৃহস্পতিবার কোচবিহার সার্কিট হাউজ নিগামের ২৩৫ বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ।

এবার বাসেও স্মার্ট কার্ড, যাত্রীদের জন্য শুরু হচ্ছে নতুন যুগ (NBSTC)

এবার যাত্রী স্বাচ্ছন্দ্য ও আধুনিক পরিবহণ পরিষেবা বৃদ্ধির লক্ষ্যে পুজোর আগেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (NBSTC)। পুজোর আগে একগুচ্ছ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হল স্মার্ট কার্ড পরিষেবা চালু করা। যার মাধ্যমে বাসযাত্রায় আর টিকিট কাটার ঝামেলা থাকবে না।

NBSTC big initiative bus tickets will be available on smart cards

আরও পড়ুন: অবসরের পর পান ১ লক্ষ টাকার মাসিক পেনশন, সঠিক জায়গায় করুন ইনভেস্টমেন্ট

জানা যায়, এই স্মার্ট কার্ড একবার কিনে নিয়ে যাত্রীরা প্রয়োজন মতো মোবাইল রিচার্জের মতো টাকা ভরে ব্যবহার করতে পারবেন। নিগম কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে, এই কাজ ৯০ শতাংশ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এই বিষয়ে নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সাংবাদিক বৈঠকে বলেন, রাজ্যের পরিবহণ ব্যবস্থায় স্মার্ট কার্ড চালু হচ্ছে। তার আগেই এনবিএসটিসি (NBSTC) স্মার্ট কার্ড (Smart Card) চালু করছে। তার কাজ ৯০ শতাংশ হয়ে গিয়েছে।

এছাড়াও কন্টাক্টার ও মেকানিক্যাল মিলে প্রায় এক হাজার কর্মী ও আড়াই হাজার ও সাড়ে তিন হাজার টাকা করে দুটি ক্যাটাগরিতে অতিরিক্ত বেতন অগ্রিম হিসাবে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি নতুন করে ৩০ টি রোড চালু করা হয়েছে। আর পুজোর আগে এই কার্ড চালু হওয়ায় যাত্রীদের সুবিদা হবে বলে মনে করছেন অনেকেই। পাশাপাশি এই নতুন উদ্যোগে খুশি উত্তর বঙ্গবাসী।