বাংলাহান্ট ডেস্ক : উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা (NBSTC) দুর্গা পুজোয় পর্যটকদের জন্য নিল বিশেষ উদ্যোগ। উত্তরবঙ্গের পর্যটনস্থলগুলি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তুলতে পুজোর সময় বিশেষ জয় রাইডের ব্যবস্থা করবে NBSTC। NBSTC কোচবিহারের বিভিন্ন দর্শনীয় স্থানগুলি পর্যটকদের ঘুরিয়ে দেখানোর জন্য নিয়ে আসতে চলেছে বিশেষ দোতলা বাস।
একটি বাসে একসাথে ৫০ জন যাত্রী যাতায়াত করতে পারবেন। দোতলা বাস করে পর্যটকরা ঘুরে দেখতে পারবেন কোচবিহারের বিভিন্ন পর্যটন স্থল। NBSTC-র চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানাচ্ছেন, পুজোর সময়টাতে বহু মানুষ উত্তরবঙ্গে ঘুরতে আসেন। পর্যটকরা ঘুরতে আসেন কোচবিহারেও। তাদের কথা মাথায় রেখে আমরা পুজোর সময় বিশেষ দোতলা বাসে করে জয় রাইডের ব্যবস্থা করেছি।
আরোও পড়ুন : চলন্ত ট্রাকে ঝুলন্ত ব্যক্তি, লরির গেটে টোল কর্মীকে ঝুলিয়ে ফুল স্পিডে চালালেন গাড়ি! ভাইরাল ভিডিও
একই সঙ্গে তিনি আরোও বলেন, আমরা অনেকেই জানি কোচবিহারের রাজপ্রাসাদ তৈরি হয়েছে ইতালীয় স্থাপত্যের অনুকরণে। সেই স্থাপত্য দেখার জন্য প্রতিবছর বহু পর্যটক ঘুরতে আসেন কোচবিহারে। এছাড়াও রাজপ্রাসাদের সংগ্রহশালায় রয়েছে একাধিক মূল্যবান সামগ্রী। সেই সময়ের অস্ত্রশস্ত্র, রাজ পরিবারের ব্যবহৃত জিনিস রয়েছে সেখানে।
আরোও পড়ুন : নিত্যযাত্রীদের জন্য দুর্দান্ত চমক! শিয়ালদা লাইনে চালু হচ্ছে ৪ লোকাল; দেখুন ট্রেন রুট, টাইমটেবিল
এনবিএসটিসি কর্তারা বলছেন যদি বিশেষ প্যাকেজ করে ট্যুরের ব্যবস্থা করা যায় তাহলে একদিক থেকে যেমন পর্যটকদের সুবিধা হবে, অন্যদিকে ক্ষতি কম হবে সংস্থার। বর্তমানে দুটি দোতলা বাস রয়েছে কোচবিহারের ডিপোতে। অন্যান্য বাসের তুলনায় প্রতি কিলোমিটার যেতে এই বাসের খরচ অনেকটাই বেশি হয়। খাবার ও পানীয়র ব্যবস্থা করা হবে যাত্রীদের জন্য।
পর্যটক বিশেষজ্ঞদের মতে, NBSTC-র এই উদ্যোগ কিন্তু বেশ ইতিবাচক। কোচবিহারের পর্যটন শিল্পে নতুন মাত্রা দেবে এই জয় রাইড। কোচবিহার বাস স্ট্যান্ড থেকে এই বাসের যাত্রা শুরু হবে। এরপর এই বাস করে ঘুরে দেখা যাবে রাজবাড়ি, মন্দির, জাদুঘর, ইত্যাদি দর্শনীয় স্থানগুলি। ভ্রমণের সময়সীমা ৩০ মিনিটের কাছাকাছি হবে। জনপ্রতি ১০০ টাকা করে ভাড়া রাখা হয়েছে এই জয় রাইডের।