শিলিগুড়ি-সিকিম রুটে পর্যাটকদের কথা মাথায় রেখে বাড়ল সরকারি বাসের সংখ্যা, খুশি যাত্রীরা

Updated on:

Updated on:

NBSTC good news before puja government bus services increased on Siliguri-Sikkim route

বাংলা হান্ট ডেস্ক: উৎসবের মরশুমে উত্তরবঙ্গবাসীর জন্য সুখবর। এবার শিলিগুড়ি থেকে সিকিম রোটে পর্যাপকদের কথা মাথায় রেখে বাসের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (NBSTC)। যদিও এতদিন এই রুটে একটি মাত্র বাস চলাচল করতো। তবে রবিবার থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে শিলিগুড়ি – গ্যাংটক (সিকিম) রুটে আরও একটি বাস প্রতিদিন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পুজোর আগে সুখবর! শিলিগুড়ি- সিকিম রুটে বাড়ল সরকারি বাস পরিষেবা (NBSTC)

পর্যটকদের জন্য সুখবর। এবার উৎসবের মরশুমে শিলিগুড়ি সিকিম গ্রুপে বাড়ল বাসের সংখ্যা। পর্যটকদের সুবিধার্থে এর কথা মাথায় রেখে এই উদ্যোগ নিল এমবিএসটিসি (NBSTC)। এতদিন মাত্র একটি বাসের ওপর নির্ভর করেই শিলিগুড়ি (Siliguri) থেকে সিকিমে (Sikkim) যেতে হতো নিত্যযাত্রী থেকে শুরু করে পর্যটকদের। তবে এবার শিলিগুড়ি সিকিম রুটে আরও একটি বাস চালানোর ঘোষণা করা হল।

NBSTC good news before puja government bus services increased on Siliguri-Sikkim route

আরও পড়ুন: বহু অভিযোগের পরেও উৎসবের আবহে রেকর্ড যাত্রী সংখ্যা মেট্রোয়! সামনে এল তার পরিসংখ্যান

মহালয়ার দিন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে এই রুটে নতুন একটি বাস চালানো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুর্গাপুজোর সময় উত্তরবঙ্গে পর্যটকদের স্বার্থের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

এনবিএসটিসি (NBSTC) তরফ থেকে জানা গিয়েছে, শিলিগুড়ি সিকিম রুটের এই বাসটি সকাল ৭ টায় রওনা দেবে। প্রতিদিন সকালবেলা এই বাসটি শিলিগুড়ি থেকে সিকিম যাবে। আবার বেলা আড়াইটা নাগাদ সিকিম থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে বাসটি। অপরদিকে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত শিলিগুড়ি দার্জিলিং রুটের বাস পরিষেবা পাওয়া যাবে।

এই বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিয়মের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, পর্যটকদের কথা মাথায় রেখে এই বাসের (NBSTC) সংখ্যা বাড়ানো হয়েছে। তাছাড়া যাতে যাত্রীদের টিকিট বুকিং এর ক্ষেত্রে কোন অসুবিধা না হয় তার জন্য দার্জিলিং রুটের বাসগুলিতে অনলাইন বুকিং ব্যবস্থা চালু করা হচ্ছে।