বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput) মামলায় মাদক সরবরাহকারী ছাড়া এবার আটক করা হল অন্য কাউকে। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (NCB) তরফে আটক করা হয়েছে সুশান্তের প্রাক্তন হাউস ম্যানেজার (house manager) স্যামুয়েল মিরান্ডাকে (samuel miranda)। শুক্রবার সকালেই তাঁর বাড়িতে হানা দিয়ে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো।
রিপোর্টে প্রকাশ, শুক্রবার সকাল সাড়ে ছটা নাগাদ প্রথমে রিয়া চক্রবর্তীর (rhea chakraborty) বাড়িতে হানা দেয় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো আধিকারিকরা। রিয়ার মোবাইল ফোন, ল্যাপটপ ইত্যাদির উপর তল্লাশি চালানো হয়। আপাতত সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর।
এরপরই স্যামুয়েল মিরান্ডার বাড়িতে উপস্থিত হয় তদন্তকারী অফিসাররা। সেখানে তল্লাশি চালানোর পরই তাঁকে আটক করা হয় বলে খবর। স্যামুয়েল মিরান্ডাকে নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর অফিসে নিয়ে যাওয়া হয়েছে।
Maharashtra: Officers of Narcotics Control Bureau (NCB) reach the residence of #RheaChakraborty in Mumbai. An officer (in pic 4) says, "It's just a procedural matter. That is what we are following. It is being done at Rhea's and Samuel Miranda's house." https://t.co/2qMW4jyDqK pic.twitter.com/307I6bqZCn
— ANI (@ANI) September 4, 2020
Maharashtra: A team of Narcotics Control Bureau (NCB), as well as Mumbai Police, reaches the residence of Samuel Miranda in Mumbai.
A house search is being conducted by Narcotics Control Bureau (NCB) at his residence as provided under NDPS Act. pic.twitter.com/dI2tzYyft7
— ANI (@ANI) September 4, 2020
প্রসঙ্গত, মাদক চক্রে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ৩ জন মাদক সরবরাহকারীকে গ্রেফতার করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। ফৈয়াজ আহমেদকে গ্রেফতার করা হয় গোয়া থেকে এবং জায়েদ ও বসিত নামে দুজনকে গ্রেফতার করা হয় মুম্বই থেকে। এর মধ্যে জিজ্ঞাসাবাদে রিয়ার ভাই শৌভিক চক্রবর্তীর নাম নিয়েছে জায়েদ। শৌভিক মাদক সংক্রান্ত বিষয়ে নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখত বলে দাবি করেছে সে।
Maharashtra: Samuel Miranda being brought out of his residence in Mumbai, by Narcotics Control Bureau (NCB), in connection with #SushantSinghRajput death case.
A search was conducted by NCB at his residence today. pic.twitter.com/OgmNpVrCOS
— ANI (@ANI) September 4, 2020
Maharashtra: Samuel Miranda brought to Narcotics Control Bureau (NCB) office in Mumbai. He was detained by NCB this morning under provisions of Narcotic Drugs and Psychotropic Substances Act, 1985 after a search was conducted at his residence. pic.twitter.com/COINdOIB3f
— ANI (@ANI) September 4, 2020
অপরদিকে মঙ্গলবার এক সংবাদ মাধ্যমের তরফে ফাঁস করা হয়েছে এক মাদক সরবরাহকারীর সঙ্গে শৌভিক চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ চ্যাট। সেখান থেকেই মিলেছে এক বিষ্ফোরক তথ্য। চ্যাটে নিজের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর জন্য মাদক চাইতে দেখা গিয়েছে শৌভিককে।
Maharashtra: Brother of #RheaChakrobarty, Showik brought to Narcotics Control Bureau (NCB) office in Mumbai.
The Bureau had summoned Showik Chakraborty and Samuel Miranda to join the investigation in connection with #SushantSinghRajput death case. pic.twitter.com/nDasAIS7vk
— ANI (@ANI) September 4, 2020
চ্যাটে শৌভিককে লিখতে দেখা যায়, ‘একটা বুম চাই। বাবার দরকার। জানতাম না বাবার ‘মাল’ শেষ হয়ে গিয়েছে’। উত্তরে মাদক সরবরাহকারী লেখে, ‘আমারও শেষ। কাল নিয়ে আসছি।’ এই চ্যাট থেকে পরিষ্কার, রিয়া ও শৌভিকের বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তী নিজেও মাদক সেবন করতেন এবং ছেলে মেয়ের এই নেশার বিষয়ে জানতেন। উল্লেখ্য, শৌভিকের চ্যাটের এই মাদক সরবরাহকারীকেই গ্রেফতার করেছে পুলিস।