মাদক মামলায় ফের NCBর সমন সুশান্তের প্রাক্তন সহ নায়িকাকে, সমন পেয়েই বেপাত্তা অভিনেত্রী!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পরেই তদন্ত শুরু করে দিয়েছে তিন তিনটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু এখনো পর্যন্ত কেউই তদন্তের শেষ বিন্দুতে পৌঁছাতে পারেনি। এখনো পর্যন্ত তাঁর মৃত‍্যু রহস‍্য যে তিমিরে সেই তিমিরেই রয়েছে।

তবে সুশান্ত মামলায় সঙ্গে যুক্ত মাদক মামলায় নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো (NCB) বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে ইতিমধ‍্যেই। তার মধ‍্যে রয়েছে বলিউডের বেশ কিছু জনপ্রিয় নামও যাদের সমন পাঠায় NCB। সুশান্তের প্রাক্তন বান্ধবী রিয়া চক্রবর্তী মাদক মামলায় দীর্ঘদিন জেলে কাটিয়ে ছাড়া পান সম্প্রতি।

এবার খবর পাওয়া গিয়েছে মাদক মামলায় সুশান্তের আরো এক সহ অভিনেত্রী স্বপ্না পাব্বিকে সমন পাঠিয়েছে NCB। কিন্তু NCBর সমন পাওয়ার পরপরই গা ঢাকা দিয়েছেন তিনি। তবে এই গুজব সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী নিজে।

সোশ‍্যাল মিডিয়ায় সম্প্রতি এই বিষয় নিয়ে মুখ খোলেন স্বপ্না। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে একটি স্ট‍্যাটাস শেয়ার করে তিনি জানান, পরিবারের সঙ্গে এই মুহূর্তে লন্ডনে রয়েছেন তিনি। সেখানেই ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। পরিবারের সঙ্গেই লন্ডন থেকে ফিরবেন স্বপ্না।

তবে তাঁর নিখোঁজ হওয়া নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে তাতে রীতিমতো ক্ষুব্ধ স্বপ্না। তিনি সাফ জানিয়ে দেন, নিখোঁজ তিনি নন।  NCBর সমন নিয়েও নিজের আইনজীবীদের সঙ্গে কথা বলছেন অভিনেত্রী। আইনি বিষয়ে সমস্ত উত্তর তাঁর আইনজীবীই দেবেন বলে জানান স্বপ্না পাব্বি।

https://www.instagram.com/p/CGpoVogHmsV/?igshid=tu5n4s3jqj70

 

 

প্রসঙ্গত, ৭ অক্টোবর অবশেষে দীর্ঘ ২৮ দিন পর জামিন পান সুশান্ত মামলার মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী (rhea chakraborty)। মঙ্গলবার রিয়ার বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে দেওয়ার পরেই ৭ অক্টোবর তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে বম্বে হাই কোর্ট। তবে জামিন পেলেও গৃহবন্দি হয়েই থাকতে হবে অভিনেত্রীকে।

অপরদিকে রিয়ার জামিনের পরেই টাকা তছরুপের মামলায় চূড়ান্ত রিপোর্ট দেয় CBI। তারা সাফ জানায়, সুশান্তের ব‍্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো টাকার গরমিল পাওয়া যায়নি। রিয়া প্রয়াত অভিনেতার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা সরাননি। এই অভিযোগ মিথ‍্যে।

X