বাংলাহান্ট ডেস্ক : এনডিএর তরফে অবশেষে ঘোষণা করা হল উপরাষ্ট্রপতি নির্বাচনের পদপ্রার্থী। মহারাষ্ট্রের বর্তমান রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনকে (CP Radhakrishnan) ধনকড়ের উত্তরসূরী হিসেবে এগিয়ে দিল এনডিএ। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করলেন তাঁর নাম। দিল্লিতে বিজেপির সদর দফতরে সংসদীয় বৈঠকের পর চূড়ান্ত করা হয় নাম।
উপরাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থীর (CP Radhakrishnan) নাম ঘোষণা এনডিএর
এদিন সংসদীয় বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জেপি নাড্ডা সহ দলের অন্যান্য সাংসদরা। এদিন আনুষ্ঠানিকভাবে পদপ্রার্থীর (Vice President) নাম ঘোষণা করে জেপি নাড্ডা বলেন, দলের সব নেতৃত্বদের থেকে পরামর্শ চাওয়া হয়েছিল। সেই মতো সকলের অনুমতি নিয়েই সিপি রাধাকৃষ্ণনের (CP Radhakrishnan) নাম ঘোষণা করা হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক জীবন রাধাকৃষ্ণনের: দীর্ঘ টালবাহানার পর শেষমেষ উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা করল এনডিএ। তামিলনাড়ুর বাসিন্দা সিপি রাধাকৃষ্ণন (CP Radhakrishnan) ১৯৯৮ সালে প্রথমবার বিজেপি সাংসদ হন। তারও আগে থেকে আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ২০২৩ সালে ঝাড়খন্ডের রাজ্যপাল নিযুক্ত হন তিনি। পরের বছরই তেলেঙ্গানার রাজ্যপাল এবং পুদুচেরির লেফটেন্যান্ট পদে অভিষেক হয় তাঁর। বর্তমানে তিনি মহারাষ্ট্রের রাজ্যপাল হিসেবে কর্মরত রয়েছেন।
আরও পড়ুন : IRCTC-তে টিকিট কেটে শেষ মুহূর্তে বাতিল করছেন! কত টাকা জলে যাবে জানেন তো?
পরপর বৈঠকের পর সিদ্ধান্ত: ধনকড়ের উত্তরসূরি কে হবেন তা নিয়ে দীর্ঘ জল্পনা ছিল। একাধিক সম্ভাব্য নাম উঠে এসেছিল, যাঁদের মধ্যে অন্যতম ছিলেন নীতিশ কুমার। কিন্তু প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, দলীয় এবং আরএসএসের মতাদর্শে বিশ্বাসী কাউকেই পদপ্রার্থী হিসেবে বেছে নেওয়া হবে। গত এক মাসে দফায় দফায় বিভিন্ন রাজ্যের রাজ্যপাল এবং উপ রাজ্যপাল বৈঠক করেছেন প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে। শেষমেশ বেছে নেওয়া হল মহারাষ্ট্রের রাজ্যপালকে।
আরও পড়ুন : ঘোষণার পরেই শুরু কাজ, পুজোর আগেই বিতরণ হবে ১২ লক্ষ সবুজ সাথী সাইকেল!
যদিও সিপি রাধাকৃষ্ণনের (CP Radhakrishnan) নির্বাচনের পেছনে অন্য কারণ দেখছে বিরোধীরা। ওয়াকিবহাল মহলের মতে, আগামী বছর তামিলনাড়ুতে রয়েছে নির্বাচন। তার আগে ওই রাজ্যেরই বাসিন্দাকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করে নির্বাচনী লড়াইয়ে একধাপ এগিয়ে থাকতে চাইছে বিজেপি। আগামী ৯ ই সেপ্টেম্বর রয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচন।