পশ্চিমবঙ্গে সমস্ত রেকর্ড ভাঙল করোনা! একদিনে আক্রান্ত প্রায় দুই হাজার

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ একদিনে করোনা আক্রান্তদের সংখ্যায় সমস্ত রেকর্ড ভাঙল পশ্চিমবঙ্গ (West Bengal)। আজকের স্বাস্থ্য বুলেটিনে জানা গিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ১ হাজার ৮৯৪ জনের মধ্যে সংক্রমণ পাওয়া গিয়েছে। এখনো পর্যন্ত এটা সর্বকালীন রেকর্ড। এর আগে একদিনে ১ হাজার ৬৯০ জন আক্রান্ত হয়েছিল। যেটা এখনো পর্যন্ত রাজ্যে ২৪ ঘণ্টায় সর্বাধিক আক্রান্তের সংখ্যা ছিল। কিন্তু এবার সেই রেকর্ডও ভেঙে গেলো। আরেকদিকে করোনার গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ২৬ জন।

আজকের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, রাজ্যে করোনা আক্রান্তদের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ১১ জন হয়েছে। রাজ্যে এখনো পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪৯ জন। যদিও এদের মধ্যে ৮৬৩ জনের শরীরে করোনা ছাড়াও অন্যান্য কোমর্বিডিটি ছিল। স্বাথস্য ভবনের তাজা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৮৩৮ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। গোটা রাজ্যে এখনো পর্যন্ত ২২ হাজার ২৫৩ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন।

রাজ্যে এখন মোট করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৪ হাজার ৭০৯ জন। রাজ্যে সুস্থ হওয়ার হার ৫৮.৫৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র কলকাতাতেই ৫৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। উত্তর ২৪ পরগনায় ৪৪৩। হাওড়ায় ১৮২। দক্ষিণ ২৪ পরগনায় ১৬০। হুগলীতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৩ জন।

উত্তরবঙ্গে মালদা আর দক্ষিণ দিনাজপুরে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। দক্ষিণ দিনাজপুরে এখনো পর্যন্ত ৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মালদায় এখনো পর্যন্ত ৮৮ জন ও দার্জিলিংয়ে আক্রান্তের সংখ্যা ৭৪ দাঁড়িয়েছে। জলপাইগুড়ি ৩১, আর উত্তর দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ২৯ জন আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মোট ২৬ জন মৃতের মধ্যে ১২ জনই কলকাতার। এছাড়াও উত্তর ২৪ পরগনায় ৭, হাওড়ায় ৩, হুগলি, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও দক্ষিণ দিনাজপুরে ১ জন করে মারা গিয়েছেন।

X