বাংলাহান্ট ডেস্ক : করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা রেশ এখনো তাজা সবার মনে। এরই মধ্যে ফের একবার লাইনচ্যুত হল ট্রেন। জন শতাব্দী এক্সপ্রেসের (Jan Shatabdi Express) দুটি চাকা আজ ভোরে লাইনচ্যুত হয়েছে চেন্নাই সেন্ট্রাল স্টেশনের কাছে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এই ট্রেনটি আসছিল বিজয়ওয়াড়া থেকে। চেন্নাই সেন্ট্রাল স্টেশনে যাত্রীদের নামিয়ে ট্রেনটি যাচ্ছিল বাসিন ব্রিজ ওয়ার্কশপে।
সেই সময় ট্রেনের দুটি চাকা লাইনচ্যুত হয়। ট্রেনে কোনও যাত্রী ছিল না সেই সময়ে। তাই কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল সেই বিষয়টি ঘটিয়ে দেখছেন তদন্তকারীরা।
আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে উড়িষ্যার বালেশ্বর এর কাছে সন্ধ্যাবেলায় লাইনচ্যুত হয় করমন্ডল এক্সপ্রেস। একই সাথে ওই জায়গায় দুর্ঘটনার সম্মুখীন হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।
লাইনচ্যুত হয়ে করমন্ডল এক্সপ্রেস উঠে যায় একটি মাল গাড়ির উপর। এরপর খেলনা গাড়ির মতো উল্টে যায় ট্রেনের একাধিক বগি। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩০০র কাছাকাছি মানুষ। শত শত যাত্রী আহত। এই দুর্ঘটনার পরেও গত এক সপ্তাহে একাধিক ট্রেন বেলাইন হওয়ার খবর সামনে এসেছে। একটি মালগাড়ি গত সোমবার লাইনচ্যুত হয় ওড়িশার বারগড় জেলায়।
মধ্যপ্রদেশের জব্বলপুরে রান্নার গ্যাসবোঝাই মালগাড়ির দু’টি ওয়াগন লাইনচ্যুত হয় গত মঙ্গলবার। এরই মধ্যে আজ খবর এলো চেন্নাইয়ে শতাব্দী এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনা। একের পর এক এই ধরনের দুর্ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে রেল। সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছেন রেলের পরিকাঠামো নিয়ে। এমন অবস্থায় আগামী দিনে ভারতীয় রেল দুর্ঘটনা ঠেকাতে কী কী উদ্যোগ নেয় সেটাই দেখার।