“আমাদের বাস্তবের মাটিতে পা রেখে চলতে হবে”, উমরান প্রসঙ্গে বললেন রাহুল দ্রাবিড়

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ৯ই জুন বৃহস্পতিবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আরম্ভ হবে। লোকেশ রাহুলের নেতৃত্বাধীন দল সোমবারই পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে। এবার মূলত তরুণদের নিয়ে গড়া এই দলের অন্যতম প্রধান মুখ হলেন সদ্যসমাপ্ত আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ২২ উইকেট নেওয়া উমরান মালিক। তার ধারাবাহিক ভাবে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করার ক্ষমতা নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। সকলেই চাইছেন তাকে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ দেওয়া হোক।

এবার এই নিয়ে মুখ খুলেছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। দ্রাবিড় উমরান প্রসঙ্গে বলেছেন “হ্যাঁ ওর দলে থাকাটা বেশ উত্তেজনাপূর্ণ। সে অবশ্যই দ্রুতগতিতে বোলিং করছে। বাইরে থেকে আইপিএল দেখার একটা বড় সুবিধা ছিল এই বোলারদের নিয়ে কিছু পরিকল্পনা তৈরি করতে পারা। খেলার তিনটি ফরম্যাটেরই কোচ হওয়ার সুবাদে আমি চাই খেলার দীর্ঘতম ফরম্যাটে উমরানকে কাজে লাগাতে। নেটে আপাতত নিজের স্বাভাবিক গতিতেই বোলিং করছে ও।

umran pant

দ্রাবিড় উমরানের বয়স মাথায় রেখে বলেছেন “অবশ্যই ও এখনও শিখছে। ও একজন অল্পবয়সী ক্রিকেটার এবং সে আরও উন্নতি করবে। সে যত বেশি খেলার সুযোগ পাবে ততই উন্নতি করবে। আমাদের দৃষ্টিকোণ থেকে, আমরা তাকে পেয়ে খুব খুশি। আমাদের দেখতে হবে আমরা তাকে কতটা খেলার সময় দিতে পারি। আমাদের বাস্তবের মাটিতে পা রেখে চলতে হবে। আমাদের একটি বড় স্কোয়াড আছে। প্রত্যেককে সবসময় একাদশে জায়গা দেওয়া সম্ভব নয়। আর আমি নিজেও দলগঠনে ধারাবাহিকতা বজায় রেখে নিজেদের মধ্যে বোঝাপড়া ভালো করে তোলায় বিশ্বাসী।

এর আগে আর একটি সাক্ষাৎকারে উমরান বলেছিলেন ‘ভবিষ্যতে আমি শোয়েব আখতারের দ্রুততম ডেলিভারির রেকর্ডটি ভাঙার চেষ্টা অবশ্যই করবো। যদি ভগবান চায়, আর আমি নিজের সেরাটা দিতে পারি তাহলে আশা করি রেকর্ডটা ভাঙতে পারব। তবে ১৫০ কিমিতে বল করতে হলে সবার আগে প্রয়োজন শারীরিক সক্ষমতা। আশা করবো যে আমি নিজের ফিটনেস সেই উঁচু পর্যায়ে রাখতে পারব।’ সম্প্রতি একটি প্রেস কনফারেন্সে পাকিস্তানের তারকা পেসার শাহীন আফ্রিদিকে ভারতের উমরান মালিকের গতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তখন পাকিস্তানি স্পিডস্টার বলেন, ‘গতি সবকিছু করে না। যদি আপনার বলের লাইন কিংবা সুইংয়ের ওপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে গতি অর্থহীন।” এখন দেখার সুযোগ পেলে নিন্দুকদের ভুল প্রমাণ করতে পারেন কিনা উমরান।

Reetabrata Deb

সম্পর্কিত খবর