নীল-তৃণার ‘মোঘলাই’ রিসেপশন, সাজসজ্জা থেকে জিভে জল আনা মেনুর হদিশ রইল সবই

বাংলাহান্ট ডেস্ক: আগেই ঠিক ছিল ভ‍্যালেন্টাইনস ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারিতেই বসবে নীল ভট্টাচার্য্য (neel bhattacharya) ও তৃণা সাহার (trina saha) গ্র‍্যান্ড রিসেপশনের (reception) আসর। সেই মতোই গতকাল প্রেম দিবসে পি সি চন্দ্র গার্ডেনে বসেছিল রাজকীয় রিসেপশন। হ‍্যাঁ, রাজকীয়ই বটে। কথা মতোই মুঘল স্টাইলে সেজেছিলেন নীল তৃণা। সঙ্গে খানাপিনাও ছিল এক্কেবারে নবাবি কায়দায়।

এদিন তৃণার পরনে ছিল গাঢ় বাদামি ও সোনালি রঙের ভারী লেহেঙ্গা চোলি। সঙ্গে পরেছিলেন কুন্দনের গয়না। পাশে একই রঙের শেরওয়ানিতে পাওয়া গেল নীলকে। থিম মেনে সেজে উঠেছিল রিসেপশনের জায়গাও। বড় মঞ্চে আসন হয়েছিল নীল তৃণার। জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠেছিল দুজনের প্রেম জীবনের নানান মুহূর্তের ছবি।

IMG 20210215 124736
অতিথি আপ‍্যায়নেও ছিল মোঘলাই খাবার দাবার। স্টার্টারে মাটন গলৌটি কাবাব থেকে পনির টিক্কা কাবাব, নানান ফলের রস। মেন কোর্সে বাটার নান, রুমালি রোটি, ককটেল ফিশ ফ্রাই, ডাল মাখানি, বাসমতি রাই, মুর্গ কষা, চিংড়ি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ।

https://www.instagram.com/p/CLRxyNkh3pv/?igshid=9w6c5iqppzby

https://www.instagram.com/p/CLS22ukBlAy/?igshid=h88c98k3t9ah

https://www.instagram.com/p/CLS3s1whGiH/?igshid=1fea90woxed7v

ভেজ মেনুতে ছিল পনির পসন্দা, খুসখা পোলাও, আলু গোবি কষা। পাশাপাশি পাস্তা, নুডলসের লাইভ কর্নার, ১১ রকম স‍্যালাডের বন্দোবস্তও ছিল। শেষ পাতে আলু বোখরার চাটনি, ক্ষীর কেশর জিলিপি, গাজরের হালুয়া, সন্দেশ, ভ‍্যানিলা আইসক্রিম দিয়ে মিষ্টিমুখ।

https://www.instagram.com/p/CLS36ryB2re/?igshid=pk9po89fy4xv

https://www.instagram.com/p/CLS38kMh2u4/?igshid=1vx907pinc8p5

নীল তৃণার রিসেপশন উপলক্ষে এদিন বসেছিল চাঁদের হাট। ইশা সাহা, ঋতুপর্ণা সেনগুপ্ত, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, শঙ্কর চক্রবর্তী উপস্থিত হয়েছিলেন আসরে। উপস্থিত ছিল কৃষ্ণকলির গোটা টিমও। নীল তৃণার জমজমাট রিসেপশনের ছবি তুমুল ভাইরাল হয়েছে সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CLS6UjbBC5A/?igshid=iq393gbayheh

https://www.instagram.com/p/CLTVAHzBQB2/?igshid=gh3hxa80b55a

https://www.instagram.com/p/CLTVOHwhruU/?igshid=1sgigptwpefxo

https://www.instagram.com/p/CLTVfTXBAkt/?igshid=qdgbhhyi5qjg

প্রসঙ্গত, বিয়েতে সাবেকি বাঙালি কনের সাজেই সেজেছিলেন তৃণা। লাল বেনারসী, সোনার গয়না মাথায় মুকুট পরে বিয়ের পিঁড়িতে বসেন তিনি। অপরদিকে নীলের পরনে ছিল লাল ও ঘিয়ের কম্বিনেশনে পাঞ্জাবি ও ধুতি। বর কনের ছবি তুমুল ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়।


Niranjana Nag

সম্পর্কিত খবর