হেভিওয়েট ওয়েডিং! ফুলের সাজে সেজে গায়ে হলুদ মাখলেন তৃণা-নীল, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। আজ, ৪ঠা ফেব্রুয়ারি বিয়ের (wedding) পিঁড়িতে বসতে চলেছেন বাংলা টেলিভিশনের অন‍্যতম জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য্য (neel bhattacharya) ও তৃণা সাহা (trina saha)। টেলি দুনিয়ার এই হেভিওয়েট জুটির বিয়ে নিয়ে উত্তেজনার অন্ত ছিল না নেটপাড়ায়। অবশেষে আজই চারহাত এক হতে চলেছে নীল তৃণার।

সকাল থেকেই সাজো সাজো রব দুজনের বাড়িতে। ধুমধাম করে আত্মীয় পরিজনের উপস্থিতিতে গায়ে হলুদ সম্পন্ন হয় নীল তৃণার। থিম মেনে সাদা হলুদ লেহেঙ্গাতে সেজেছিলেন তৃণা। সঙ্গে সর্বাঙ্গে ফুলের সাজ। গালে হলুদ মেখে যেন আরো অপরূপা হয়ে উঠেছিলেন তিনি। অপরদিকে নীলের পরনেও ছিল হলুদ ও সাদা পাঞ্জাবি। গায়ে হলুদে তুমুল হুল্লোড় করতে দেখা যায় তাঁকেও।

IMG 20210204 171831
গতকাল, ৩রা ফেব্রুয়ারি ছিল জুটির গ্র‍্যান্ড মেহেন্দি সেরেমনি। তৃণার সঙ্গে পাল্লা দিয়ে হাতে মেহেন্দি পরলেন নীলও। মেহেন্দির রঙে লিখলেন হবু স্ত্রীর নাম। ধূসর ও রূপোলি লেহেঙ্গা চোলিতে এদিন নিজেকে সাজিয়েছিলেন তৃণা। নীল পরেছিলেন সাদা প্রিন্টেড পাঞ্জাবি। মেহেন্দি ও গায়ে হলুদের সব ছবি ভিডিও তুমুল ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়।

https://www.instagram.com/p/CK3TKcqBvTy/?igshid=kn9z7o1iq80h

https://www.instagram.com/p/CK3VjNxBCwp/?igshid=1lhbbu4oyk52r

প্রসঙ্গত, বিয়ের থিম যে সাবেক বাঙালিয়ানা হবে, এ আগেই জানিয়ে রেখেছিলেন নীল তৃণা। কোনো ফিউশন লেহেঙ্গা নয়, খাঁটি লাল বেনারসী, মুকুটে কনের সাজে সেজেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী। নীলকেও দেখা যাবে ধুতি পাঞ্জাবীতে। বিয়ের দিন মেনুতে থাকছে রকমারি বাঙালি পদের সম্ভার। তার মধ‍্যে এপার বাংলার চিংড়ির মালাইকারিও যেমন রয়েছে তেমনি ওপারের চিতল মুইঠ‍্যাও থাকবে।

https://www.instagram.com/p/CK3WToIBhrF/?igshid=qa2q0yg6rvyb

https://www.instagram.com/p/CK3YNishBId/?igshid=1pjh8lwdxg9xn

https://www.instagram.com/p/CK1pHslBjSC/?igshid=74pkptp2t0jj

https://www.instagram.com/p/CK26ZYOBghZ/?igshid=8hkrjpgmnu6v

তবে ১৪ ফেব্রুয়ারি রিসেপশনে এক্কেবারেই ‘মুড চেঞ্জ’। নীলের আবদার মতো রিসেপশনে মুঘল থিমে সাজবে সবকিছু। পাতে থাকবে বিরিয়ানি, চাপ, কাবাব। পি সি চন্দ্র গার্ডেনে বসবে রাজকীয় রিসেপশনের আসর। অপরদিকে বিয়ে হবে অর্কিড গার্ডেনসে। খড়কুটোর গোটা টিমকেই বিয়ের জন‍্য নিমন্ত্রণ করেছেন বলেও জানিয়েছিলেন তৃণা।

Niranjana Nag

সম্পর্কিত খবর