লাল শাড়ি-পাঞ্জাবিতে জুটি সুপারহিট, বিয়ের আগে র‍্যোমান্টিক হিন্দি গানে ঘনিষ্ঠ নীল-তৃণা, তুমুল ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বাকি আর মাত্র কয়েকদিন। আগামী মাসেই চিরদিনের মতো সম্পর্কে আবদ্ধ হতে চলেছেন বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য্য (neel bhattacharya) ও তৃণা সাহা (trina saha)। প্রি ওয়েডিং ফটোশুট, এনগেজমেন্ট, সঙ্গীত সবই সারা হয়ে গিয়েছে। এবার শুধু অপেক্ষা ৪ঠা ফেব্রুয়ারির। এদিনই নীলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন তৃণা‌।

বিয়ের আগে ব‍্যাচেলর জীবনের বাকি দিনগুলো চুটিয়ে উপভোগ করে নিচ্ছেন দুজনেই। তবে এর মাঝেও সোশ‍্যাল মিডিয়ায় একই রকম সক্রিয় রয়েছেন তৃণা। সম্প্রতি নীলের সঙ্গে একটি রিল ভিডিও করেছেন তৃণা। সোনু নিগম ও শ্রেয়া ঘোষালের জনপ্রিয় গান ‘পিউ বোলে পিয়া বোলে’র সঙ্গে নাচতে দেখা গিয়েছে নীল তৃণাকে।


দুজনেই ম‍্যাচিং করে করেছেন লাল পোশাক। তৃণার পরনে লাল সিক‍্যুইনের শাড়ি ও সাদা চিকনকারি ব্লাউজ। রঙ মিলিয়ে নীলও পরেছেন লাল পোশাক। নীল তৃণার এই ভিডিও এখন বেশ ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। দুজনের রসায়ন বেশ পছন্দ করছেন নেটজনতা।

https://www.instagram.com/tv/CKHGJXhBvLi/?igshid=1ehp8cq38q9ap

বিয়ের থিম যে সাবেক বাঙালিয়ানা হবে, এ আগেই জানিয়ে রেখেছিলেন নীল তৃণা। কোনো ফিউশন লেহেঙ্গা নয়, খাঁটি লাল বেনারসী, মুকুটে কনের সাজে সেজেই বিয়ের পিঁড়িতে বসবেন অভিনেত্রী। নীলকেও দেখা যাবে ধুতি পাঞ্জাবীতে। বিয়ের দিন মেনুতে থাকছে রকমারি বাঙালি পদের সম্ভার। তার মধ‍্যে এপার বাংলার চিংড়ির মালাইকারিও যেমন রয়েছে তেমনি ওপারের চিতল মুইঠ‍্যাও থাকবে।

 

View this post on Instagram

 

A post shared by Trina Saha (@trinasaha21)

তবে ১৪ ফেব্রুয়ারি রিসেপশনে এক্কেবারেই ‘মুড চেঞ্জ’। নীলের আবদার মতো রিসেপশনে মুঘল থিমে সাজবে সবকিছু। পাতে থাকবে বিরিয়ানি, চাপ, কাবাব। পি সি চন্দ্র গার্ডেনে বসবে রাজকীয় রিসেপশনের আসর। অপরদিকে বিয়ে হবে অর্কিড গার্ডেনসে। খড়কুটোর গোটা টিমকেই বিয়ের জন‍্য নিমন্ত্রণ করেছেন বলেও জানান তৃণা।

প্রেম পর্বে আগেই দুজনে মিলে ঘুরে এসেছেন গ্রিস। বিয়ের পর হানিমুনেও গ্রিসই তৃণার প্রথম পছন্দ। তালিকাতে রয়েছে দুবাইও। তবে বর বউ দুজনেরই শুটিংয়ের ফাঁকে কবে সময় হবে তা বলতে পারছেন না কেউই।

সম্পর্কিত খবর

X