বছর শুরুতেই নতুন গুঞ্জন! প্রেম ভাঙছে নীল-তৃণার?

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরের শুভ সূচনার মাঝেই মন কেমন করা সুর নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তৃণা সাহার (Trina Saha) জীবনে। প্রেম ভেঙেছে নাকি দুজনেরই! টেলিপাড়ার অন‍্যতম জনপ্রিয় জুটির স‌ংসারের অন্দরমহলে নাকি বিচ্ছেদের সুর। খবর সত‍্যি নাকি?

গুঞ্জন সত‍্যি হলেও মন খারাপ করার কোনো প্রয়োজন নেই ‘তৃনীল’ অনুরাগীদের। বিচ্ছেদের যে সুর বাজছে, সেটা জুটির বাস্তব জীবনে নয়, পর্দায়। বাংলা নববর্ষে ভক্তদের জন‍্য খুশির খবরই নিয়ে এসেছেন নীল তৃণা। এবার ক‍্যামেরার সামনেও জুটি বাঁধবেন তাঁরা। মিউজিক ভিডিও ‘আর যেন দেখা না হয়’তে অভিনয় করবেন নীল তৃণা জুটি।


প্রেম ভাঙার গল্প নিয়ে আসছেন তাঁরা। মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্বে রয়েছেন সৌম‍্যজিৎ আদক। গান গেয়েছেন ঈশান মিত্র এবং সুর দিয়েছেন কুন্তল দে। সংবাদ মাধ‍্যমকে তৃণা জানান, বিয়ের আগেই এই মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছিলেন তাঁরা। করোনা পরিস্থিতির কারণে এই এক বছর ধরে মুক্তি আটকে ছিল। পর্দার গুনগুনের কথায়, শ্রোতারা বিচ্ছেদ, বিরহের গান বেশ পছন্দ করেন। তাই ভেবেচিন্তেই এই মিউজিক ভিডিওতে কাজ করেছেন নীল তৃণা।

আপাতত নিজেদের কাজ নিয়েই চূড়ান্ত ব‍্যস্ত তারকা দম্পতি। ছোটপর্দার ‘উমা’তে মুখ‍্য চরিত্রে অভিনয় করছেন নীল। অন‍্যদিকে ‘খড়কুটো’ সিরিয়াল সামলে পরপর দুটি ছবির কাজও রয়েছে তৃণার হাতে। অরিন্দম শীল ও সৃজিৎ মুখোপাধ‍্যায়ের দুটি ছবিতে অভিনয় করছেন তৃণা।

অরিন্দম শীলের ‘ইস্কাবনের বিবি’তেও অভিনয় করছেন তৃণা। থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে এটি। পীযূশ শাহের ‘সিম্পল গার্ল’ গল্পটি অবলম্বনে ছবি তৈরি করছেন পরিচালক। অন‍্যদিকে চৈতন‍্য অন্তর্ধান রহস‍্য নিয়ে সৃজিতের আগামী ছবি ‘লহ গৌরাঙ্গের নাম রে’। সেখানে গৌরাঙ্গের চরিত্রে পরমব্রত চট্টোপাধ‍্যায় (Parambrata Chatterjee)। আর তাঁর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার ভূমিকায় দেখা যাবে তৃণাকে।

পর্দার গুনগুন জানান, এই দুটি ছবির কাজ শেষ হলে আর নীলের ‘উমা’ সিরিয়াল শেষ হওয়ার পর বড়পর্দা কিংবা ছোটপর্দায় জুটি বাঁধতে পারেন বাস্তবের স্বামী স্ত্রী। একসঙ্গে কাজ করার জন‍্য দুজনেই খুব উত্তেজিত বলে জানান তৃণা।

সম্পর্কিত খবর

X