মেকআপ ছাড়া কুকুরের মতো দেখায় তৃণাকে! নিজের স্ত্রীকে নিয়েও মজা করতে ছাড়লেন না নীল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সোশ‍্যাল মিডিয়ার ভক্ত নীল ভট্টাচার্য (neel bhattacharya)। ছবি ও রিল ভিডিও বানাতে পারলে আর কিছু চান না তিনি। অনুরাগীদের সঙ্গে জুড়ে থাকতে ভালবাসেন নীল। আর তার জন‍্য সবথেকে ভাল মাধ‍্যম সোশ‍্যাল মিডিয়া। শুধুমাত্র টেলিভিশনের পর্দায় বিনোদন জুগিয়ে ক্ষান্ত হন না অভিনেতা, সোশ‍্যাল মিডিয়াতেও তাঁর মজার মজার ভিডিও দারুন উপভোগ করেন নেটনাগরিকরা।

এই যেমন শুক্রবার ঝুঁকি নিয়েই একটি ভিডিও শেয়ার করলেন নীল। স্ত্রী তৃণা সাহার (trina saha) সঙ্গে ভিডিও কলের এক ঝলক দেখালেন অভিনেতা। তবে বিষয়টা এতটাই ঝুঁকিপূর্ণ যে নীল স্বীকার করলেন এর জন‍্য তৃণার হাতে খুনও হয়ে যেতে পারেন তিনি। কেন? কারণ স্ত্রীর মেকআপ ছাড়া লুকের ভিডিও দেখিয়েছেন নীল। অবশ‍্য নিজস্ব কারিকুরি দিয়ে।


ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণাকে ভিডিও কল করছেন নীল। কলটি রিসিভ হতেই ‘খড়কুটো’র গুনগুনের বদলে অপরদিকে দেখা যায় একটি ছোট্ট সাদা কুকুরকে। এদিকে নীল ততক্ষণে বলতে শুরু করেছেন, তিনি এতবার বলেন যে নো মেকআপ লুকে কল ধরবে না। তাও তৃণা শোনেন না। তবে এভাবেও মিষ্টি লাগছে তাঁকে।

https://www.instagram.com/reel/CWKmKTeFv4L/?utm_medium=copy_link

এতক্ষণে বুঝেই গিয়েছেন সবটাই অভিনেতার এডিটের কারিকুরি। এভাবেই একঘর লোকের সামনে স্ত্রীকে হাসির খোরাক বানিয়েছেন তিনি। আর তাতেই নীলের ভয়, তৃণা মেরেই না ফেলেন তাঁকে। কমেন্ট বক্সে স্বামীকে শাসিয়েও গিয়েছেন অভিনেত্রী, ‘এর উত্তর পাবে। বেশ কড়া করেই পাবে’।


এই মুহূর্তে একই সঙ্গে দু দুটি সিরিয়ালে লিড চরিত্রে রয়েছেন নীল। ক্রিকেটপ্রেমী এক মেয়ের কাহিনি নিয়ে শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘উমা’। তবে চিত্রনাট‍্যের থেকেও বেশি নতুন সিরিয়ালের নায়ককে নিয়ে উত্তেজনা রয়েছে নেটিজেনদের মনে। কৃষ্ণকলিতে তিনি নিখিল হলেও উমার কাছে তিনি অভিমন‍্যু। নতুন সিরিয়ালেও তিনি একই রকম রোম‍্যান্টিক। এখানেও নিজের চুলবুলে মেজাজের ম‍্যাজিক ছড়িয়ে দিয়েছেন তিনি।

সম্পর্কিত খবর

X