জি বাংলার নতুন সিরিয়ালে নীল! বিপরীতে নায়িকা হচ্ছেন এই সুন্দরী ইঞ্জিনিয়ার

বাংলা হান্ট ডেস্ক: টেলিভিশনের পর্দায় এখন প্রতি মাসে আর মুড়ি-মুড়কির মতো আসছে একের পর এক নতুন সিরিয়াল। স্টার জলসা থেকে জি বাংলা (Zee Bangla) প্রতিটি চ্যানেলে এখন প্রায় একই ছবি। বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতের এমনই একজন জনপ্রিয় অভিনেতা হলেন নীল ভট্টাচার্য (Neel Bhattacharya)। এই অভিনেতাকে শেষবার টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে স্টার জলসার বাংলা মিডিয়াম ধারাবাহিকে।

তারপর মাঝখানে কেটে গিয়েছে বেশ কয়েক মাস। এখনও পর্যন্ত ছোট পর্দায় নতুন কোন ধারাবাহিকে দেখা যায়নি নীলকে (Neel Bhattacharya)। দীর্ঘদিনের অভিনয় জীবনে  বেশিরভাগ বাংলা সিরিয়ালেই তাঁকে প্রধান নায়কের চরিত্রেই অভিনয় করতে দেখেছেন দর্শক। তবে ইতিমধ্যেই ছোট পর্দার এই হ্যান্ডসাম হিরোকে দেখা গিয়েছে বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজে।

তবে নীল কিন্তু ছোট পর্দাকে বিদায় জানাতে রাজি নন একেবারেই। তাই শত ব্যস্ততার মধ্যেও তিনি বাংলা সিরিয়ালে অভিনয় করার বিষয়ে দারুণ আগ্রহী। কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল ‘আলোর কোলে’। তারপর থেকেই শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি জি বাংলায় আসছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘এন আইডিয়াজ’ প্রোডাকশন হাউজের নতুন মেগা সিরিয়াল।

আরও পড়ুন: আচমকা গায়েব দীপিকার বেবিবাম্প! তাহলে কি বলি সুন্দরীর প্রেগন্যান্সির খবর ভুয়ো?

শোনা যাচ্ছে এই ধারাবাহিকে প্রধান নায়কের ভূমিকায় চূড়ান্ত হয়ে গিয়েছে অভিনেতা নীল ভট্টাচার্যের নাম। যদিও এবিষয়ে জানতে চাওয়া হলে এখনই  এই বিষয়ে কিছুই বলতে চাননি নীল। প্রসঙ্গত ইতিপূর্বে এমন বহু প্রোজেক্টে নীলের নাম জুড়ে ছিল। কথাবার্তাও হয়েছিল অনেক দূর পর্যন্ত। কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়িত হয়নি।

Swikriti

তাই  এই নতুন সিরিয়ালের বিষয়ে নীল নাকি খুবই সাবধানী।  তবে এখন প্রশ্ন হল এই নতুন সিরিয়ালের নীলের বিপরীতে প্রধান নায়িকার ভূমিকায় কাকে দেখা যাবে? টেলিপাড়ার গুঞ্জন এই নতুন সিরিয়ালের নীলের বিপরীতে নায়িকা হিসেবে প্রথম পছন্দ আলোর কোলে খ্যাত সুন্দরী অভিনেত্রী স্বীকৃতি মজুমদার (Swikriti Majumder)। তবে অনেকেই হয়তো জানতেন না বাংলা সিরিয়ালের এই সুন্দরী নায়িকা অভিনয়ের পাশাপাশি কিন্তু পড়াশুনাতেও তুখোর। ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি রয়েছে তাঁর।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর