যোগ্যতা থাকলেও কাজ নেই! বড়পর্দায় ডেবিউ নিয়ে মুখ খুললেন ‘সৃজন’ রুবেল

বাংলা হান্ট ডেস্ক : বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা হলেন রুবেল দাস (Rubel Das)। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকেই প্রথম টেলিভিশনের পর্দায় উত্থান হয়েছিল তাঁর। অভিনয়ের পাশাপাশি না নাচেও দারুণ পারদর্শী রুবেল (Rubel Das)। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে জি বাংলার সুপার হিট মেগা সিরিয়াল ‘নীম ফুলের মধু’ (Neem Phooler Madhu)-তে।

বাংলা সিনেমায় কেন সুযোগ পেলেন না রুবেল (Rubel Das)?

সিরিয়ালে একেবারে মধ্যবিত্ত বাঙালি পরিবারের ছেলে সৃজনের ভূমিকায় অভিনয় করছেন রুবেল। টেলিভিশনের পর্দায় পর্ণার সাথে সৃজনের জুটি রীতিমতো সুপারহিট। জনপ্রিয় এই মেগায় রুবেলের নায়িকা পর্ণার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা।

তবে বাস্তব জীবনে রুবেলের প্রেমিকা হলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। একই সিরিয়ালে অভিনয়ের সুবাদেই তাদের বন্ধুত্ব পরিণত হয়েছিল ভালোবাসায়। সামনেই বিয়ে করছেন এই জুটি ইতিমধ্যেই তাঁদের বিয়ের কথা পাকাও হয়ে গিয়েছে। প্রসঙ্গত শ্বেতা এই মুহূর্তে অভিনয় করছেন জি বাংলার কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে।

আরও পড়ুন : যৌন হেনস্তার অভিযোগ উঠতেই আলাদা থাকছেন স্ত্রী শ্রেয়া? বউকে নিয়ে এবার মুখ খুললেন জয়জিৎ

দীর্ঘদিনের অভিনয় জীবনে ছোটপর্দার দর্শকদের জন্য একের পর এক হিট মেগা সিরিয়াল উপহার দিয়েছেন রুবেল-শ্বেতা দুজনেই। তাঁদের  অভিনীত প্রতিটি চরিত্রই মনে রাখার মত। বাংলা সিরিয়ালের গন্ডি পেরিয়ে শ্বেতা ইতিমধ্যেই অভিনয় করে ফেলেছেন বাংলা সিনেমায়। কিন্তু দক্ষ অভিনেতা হওয়া সত্বেও আজ পর্যন্ত কোনো বাংলা সিনেমায় অভিনয় করার সুযোগ পাননি রুবেল।

Rubel Das

কিন্তু অনুরাগীরা এখনও রুবেলকে বড়পর্দায় দেখার অপেক্ষাতেই রয়েছেন। এপ্রসঙ্গে জানতে চাওয়া হলে কোনো জবাব দিতে পারেননি অভিনেতা নিজেও। রুবেলের কথায়, ‘সিনেমার জগতে নতুন মুখ নিয়ে খুব একটা কাজ করা হয় না। ছোটপর্দার অভিনেতাদের বড়পর্দায় সুযোগ পেতে হলে অনেক কষ্ট করতে হয়। যদিও সবার ক্ষেত্রে তেমনটা নয়। আমার কাছে তেমন সুযোগ এখনও আসেনি। তাই ছোটপর্দায় আপাতত মন দিয়ে কাজটা করতে চাই।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর