সুদূর জাপানে ভারত-পাকিস্তানের জোরদার টক্কর! মুখোমুখি হতে চলেছেন নীরজ চোপড়া-আরশাদ নাদিম

Published on:

Published on:

Neeraj Chopra-Arshad Nadeem are going to face each other this time.

বাংলা হান্ট ডেস্ক: চলতি মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা কেবল ক্রিকেটের মধ্যেই সীমাবদ্ধ নেই। এশিয়া কাপ ২০২৫-এ, যেখানে আগামী রবিবার ভারত ও পাকিস্তানের মধ্যে একটি হাই ভোল্টেজ ম্যাচ সম্পন্ন হবে, ঠিক এই আবহেই আগামী সপ্তাহে, অ্যাথলেটিক্সে টোকিও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে নীরজ চোপড়া এবং আরশাদ নাদিমের (Neeraj Chopra-Arshad Nadeem) মধ্যে লড়াই দেখা যাবে।

মুখোমুখি হতে চলেছেন নীরজ চোপড়া-আরশাদ নাদিম (Neeraj Chopra-Arshad Nadeem):

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল চোপড়া এবং নাদিমের (Neeraj Chopra-Arshad Nadeem) মধ্যে ৩৮ প্রতিদ্বন্দ্বিতা ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রতিযোগিতার একটি নতুন অধ্যায় হবে। কারণ, ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর টোকিও অলিম্পিকের চ্যাম্পিয়ন নীরজ চোপড়া এবং প্যারিস অলিম্পিকের গোল্ড মেডেল বিজয়ী আরশাদ নাদিমকে প্রথমবারের মতো মুখোমুখি হতে দেখা যাবে।

Neeraj Chopra-Arshad Nadeem are going to face each other this time.

দূরত্বের বৃদ্ধি ঘটেছে: জানিয়ে রাখি যে পহেলগাঁও হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। যার ফলে নীরজ চোপড়া এবং আরশাদ নাদিমের (Neeraj Chopra-Arshad Nadeem) মধ্যে দূরত্বও বৃদ্ধি পায়। ২৭ বছর বয়সী চোপড়া টোকিওতে তাঁর শিরোপা রক্ষার লড়াই করবেন। ইতিমধ্যেই নীরজ জানিয়েছেন যে, আরশাদ নাদিমের সঙ্গে তাঁর আর ঘনিষ্ঠ বন্ধুত্ব নেই।

আরও পড়ুন: BCCI-এর নতুন সভাপতি হতে চলেছেন সচিন তেন্ডুলকার? কী জানালেন ক্রিকেটের কিংবদন্তি?

কী জানিয়েছেন আরশাদ: এদিকে, ২৮ বছর বয়সী আরশাদ নাদিমও চোপড়ার সঙ্গে বন্ধুত্বের কথা অস্বীকার করেছেন। টোকিও যাওয়ার আগে ফোনে এএফপির সঙ্গে কথা বলতে গিয়ে নাদিম (Neeraj Chopra-Arshad Nadeem) বলেন, “নীরজ যখন জিতেছিলেন, তখন আমি তাঁকে অভিনন্দন জানিয়েছিলাম। যখন আমি সোনা জিতেছিলাম, তিনিও আমাকে অভিনন্দন জানান। কুস্তির মতো, একজন কুস্তিগীর জিতে যান এবং অন্যজন হেরে যান। এটা খেলারই অংশ।”

আরও পড়ুন: PNB-র গ্রাহকদের জন্য দুঃসংবাদ! ১ অক্টোবর থেকেই লাফিয়ে বাড়ছে একাধিক সার্ভিস চার্জ

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কবে সম্পন্ন হবে: জানিয়ে রাখি যে, ভারতীয় তারকা নীরজ চোপড়া ক্লাসিক জ্যাভলিন ইভেন্টের জন্য নাদিমকে (Neeraj Chopra-Arshad Nadeem) আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু পাকিস্তানি জ্যাভলিন থ্রোয়ার এই বলে প্রত্যাখ্যান করেছিলেন যে ওই টুর্নামেন্টের সময়সূচি তাঁর ট্রেনিংয়ের সঙ্গে মেলে না। উল্লেখ্য যে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ আগামী শনিবার থেকে শুরু হবে এবং ফাইনালটি আগামী ১৮ সেপ্টেম্বর সম্পন্ন হবে।