“গোল্ডেন বয়”-এর মুকুটে নতুন পালক! ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হলেন নীরজ চোপড়া

Published on:

Published on:

Neeraj Chopra becomes Lieutenant Colonel in Indian Army.

বাংলা হান্ট ডেস্ক: এবার একটি অত্যন্ত বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, অলিম্পিক গেমসে ২ বার ভারতকে গৌরব এনে দেওয়া তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া (Neeraj Chopra) এবার ভারতীয় সেনাবাহিনীতে একটি উচ্চপদস্থ সাম্মানিক পদ পেয়েছেন। এতদিন তিনি জুনিয়র কমিশনড অফিসারের (JCO) সম্মানসূচক পদে ছিলেন। কিন্তু, এখন থেকে তিনি লেফটেন্যান্ট কর্নেল হিসেবে বিবেচিত হবেন।

ভারতীয় সেনার সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হলেন নীরজ চোপড়া (Neeraj Chopra):

ইতিমধ্যেই বুধবার অর্থাৎ ২২ অক্টোবর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর উপস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীতে নীরজ চোপড়াকে (Neeraj Chopra) সম্মানসূচক লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা প্রদান করা হয়।

জানা গিয়েছে, এই নিয়োগ ১৬ এপ্রিল থেকে কার্যকর হয়েছে। নীরজ (Neeraj Chopra) ২০১৬ সালের ২৬ অগাস্ট নায়েব সুবেদার পদে জুনিয়র কমিশন্ড অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। ২ বছর পর, অ্যাথলেটিক্সে তাঁর পারফরম্যান্সের জন্য তাঁকে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয়েছিল এবং তারপরে ২০২১ সালে নীরজকে ক্রীড়া ক্ষেত্রে তাঁর অনবদ্য পারফরম্যান্সের জন্য খেলরত্ন পুরস্কারেও ভূষিত করা হয়েছিল।

আরও পড়ুন: অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা! কী কারণে দুর্ঘটনার সম্মুখীন রাষ্ট্রপতির হেলিকপ্টার? মিলল আপডেট

উল্লেখ্য যে, ২০২১ সালে নীরজ চোপড়াকে (Neeraj Chopra) সুবেদার পদে উন্নীত করা হয়। ২০২০ সালের টোকিও অলিম্পিকে ঐতিহাসিক গোল্ড মেডেল জয়ের পর, ২৭ বছর বয়সী এই ভারতীয় ক্রীড়াবিদকে ২০২২ সালে ভারতীয় সেনাবাহিনী পরম বিশিষ্ট সেবা পদক প্রদান করে। ২০২২ সালে তিনি সুবেদার মেজর পদে উন্নীত হন এবং ওই একই বছর, ভারতের তারকা জ্যাভলিন থ্রোয়ার দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার, পদ্মশ্রীতেও ভূষিত হন।

আরও পড়ুন: দীপাবলির পরেও মিলছে Jio-র এই স্পেশাল প্ল্যান! রয়েছে দুর্ধর্ষ সব ফিচার্স, দাম মাত্র এত টাকা

জানিয়ে রাখি যে, ২০২০ সালের অলিম্পিক গেমসে গোল্ড মেডেল জেতার আগে, নীরজ (Neeraj Chopra) ইন্দোনেশিয়ায় ২০১৮ সালের এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন। এদিকে, ২০২৪ সালের অলিম্পিক গেমসে নীরজ চোপড়াকে জেতেন রুপো। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছেন। তবে, চলতি বছর চোটের কারণে সেখানে নীরজের ভালো পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি।