যাঁর কোচিংয়ে গড়েছিলেন নজির, ছোটবেলার সেই হিরোর সঙ্গেই বিচ্ছেদ নীরজ চোপড়ার, নিলেন বড় সিদ্ধান্ত

Published on:

Published on:

Neeraj Chopra has separated with Coach Jan Zelezny.
Follow

বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি ভারতের ‘গোল্ডেন বয়’ নীরজ চোপড়া (Neeraj Chopra) তাঁর কেরিয়ারে দীর্ঘদিনের সঙ্গী JSW স্পোর্টসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন। ঠিক এই আবহেই এবার একটি বড় আপডেট সামনে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, এবার নীরজ তাঁর কোচ তথা জ্যাভলিন কিংবদন্তি ইয়ান জেলেজনির কাছ থেকে পৃথক হচ্ছেন। উল্লেখ্য যে, গত বছর নীরজ চোপড়া ৯০ মিটারের মাইলফলক অতিক্রম করার পর তাঁদের এই জুটি অত্যন্ত বিশেষ হয়ে ওঠে। নীরজ জানিয়েছেন, কোচের সঙ্গে তাঁর সম্পর্ক অগ্রগতি, শ্রদ্ধা এবং খেলাধুলার প্রতি ভালোবাসায় পরিপূর্ণ। তবে, নীরজ জেলেজনির সঙ্গে বিচ্ছেদের কোনও নির্দিষ্ট কারণ জানাননি। জানিয়ে রাখি যে, জেলেজনি হলেন একজন বিশ্ব রেকর্ডধারী এবং প্রাক্তন অলিম্পিক চ্যাম্পিয়ন। তাঁর প্রশিক্ষণেই নীরজ প্রথমবারের মতো ৯০ মিটারের বেশি জ্যাভলিন নিক্ষেপ করেন।

কী জানিয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra):

ইতিমধ্যেই নীরজ চোপড়া জানিয়েছেন যে, ছোটবেলা থেকেই তিনি যে খেলোয়াড়কে আদর্শ মনে করতেন তাঁর কাছ থেকে প্রশিক্ষণ নেওয়া একটি বিশেষ অভিজ্ঞতা ছিল। নীরজ বলেন যে, জেলেজনির কোচিং তাঁকে জ্যাভলিন থ্রো সম্পর্কে নতুন ধারণা দিয়েছে। তিনি নতুন প্রশিক্ষণ পদ্ধতি এবং প্রযুক্তিগত ইনপুট সম্পর্কে আরও সমৃদ্ধ হয়েছিলেন। নীরজ বলেন, ‘জেলেজনির সঙ্গে কাজ করার ফলে আমার অনেক নতুন ধারণার প্রতি দৃষ্টিভঙ্গি খুলে গেছে। কৌশল, ছন্দ এবং মুভমেন্ট সম্পর্কে তাঁর চিন্তাভাবনা অসাধারণ। আমরা একসঙ্গে যত সেশন করেছি, তার সবগুলিতেই আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমাদে মধ্যে গড়ে ওঠা বন্ধুত্ব নিয়ে আমি সবথেকে বেশি গর্বিত। সেই মানুষটির সাথে আমার বন্ধুত্ব গড়ে উঠেছে যিনি আমার আজীবন আদর্শ ছিলেন। জ্যাভলিন থ্রো-র ইতিহাসে জেলেজনি কেবল সেরা খেলোয়াড় নন, তিনি আমার দেখা সেরা মানুষদের মধ্যেও অনুতম একজন।’

Neeraj Chopra has separated with Coach Jan Zelezny.
নীরজ চোপড়া এবং তাঁর কোচ তথা জ্যাভলিন কিংবদন্তি ইয়ান জেলেজনি

কী জানিয়েছেন জেলেজনি: এদিকে, জেলেজনি নীরজের প্রসঙ্গে এবং তাঁর অগ্রগতি সম্পর্কেও প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেন, “নীরজের মতো একজন ক্রীড়াবিদের সঙ্গে কাজ করা একটি দুর্দান্ত অভিজ্ঞতা ছিল। আমি খুশি যে আমরা দেখা করেছি এবং একসঙ্গে কাজ করতে পেরেছি। আর আমিই তাঁকে প্রথমবারের মতো ৯০ মিটারের বাধা ভাঙতে সাহায্য করেছি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ছাড়া, নীরজ প্রতিবারই কমপক্ষে দ্বিতীয় স্থান অর্জন করেছে, এবং এটি কোনও খারাপ রেকর্ড নয়। দুর্ভাগ্যবশত, টোকিওর ১২ দিন আগে পিঠের চোট তার সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে ব্যাহত করে।’

আরও পড়ুন: এবারের T20 বিশ্বকাপে সৌরভ গাঙ্গুলির ফেভারিট দল কোনটি? টিম ইন্ডিয়ার প্রসঙ্গে করলেন ভবিষ্যদ্বাণী

৫৯ বছর বয়সী জেলেজনী বলেন, ‘নীরজের অগ্রগতির প্রবল সম্ভাবনা রয়েছে। আমাদের সম্পর্ক মানবিক স্তরেও খুবই ইতিবাচক এবং আমরা যোগাযোগ রাখব। আমরা অবশ্যই কোনও প্রশিক্ষণ শিবিরে দেখা করব অথবা, উদাহরণস্বরূপ, ইউরোপ বা ভারতে আমাদের পরিবারের সঙ্গে ছুটির দিনে দেখা হবে।’

আরও পড়ুন: দৈনিক ৩ জিবি ডেটা সহ দুর্ধর্ষ রিচার্জ! দাম মাত্র ৪০ টাকা, এই টেলিকম সংস্থা দিল বিরাট উপহার

নীরজ চোপড়া তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করেছেন: জানিয়ে রাখি যে, নীরজ চোপড়া ইতিমধ্যেই জানিয়েছে যে, তিনি এখন আসন্ন মরশুমের জন্য তাঁর ট্রেনিং প্ল্যান তথা প্রশিক্ষণ পরিকল্পনার ওপর আরও নিয়ন্ত্রণ রাখার পরিকল্পনা করছেন। তিনি বলেন, “আমি ২০২৬ সালে কী হবে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। নভেম্বরের শুরুতেই আমি আমার প্রস্তুতি শুরু করেছিলাম। বরাবরের মতো, আমার লক্ষ্য হল সুস্থ থাকা এবং শীঘ্রই আবার প্রতিযোগিতায় অংশ নিতে আমি উত্তেজিত।’ নীরজ আরও বলেন, ‘এছাড়াও, আমি বিশেষ করে ২০২৭ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের বছরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং আরও বড় লক্ষ্য হল ২০২৮ সালের অলিম্পিক গেমস।’ জানিয়ে রাখি যে, গত বছর দোহা ডায়মন্ড লিগে ৯০ মিটার থ্রো-র রেকর্ড করার পর, নীরজ চোপড়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অষ্টম স্থান অর্জন করেন।