জ্যাভলীনে নিন্দুকদের বিঁধে প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন করলেন নীরজ! উঠলেন WAC ফাইনালে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ একসাথে দুটি লক্ষ্য পূরণ করলেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। ভারতের তারকা জ্যাভলীন থ্রোয়ার সবার শীর্ষে থেকে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রবেশ করলেন। গত অলিম্পিকেই ভারতকে সোনা জয়ের স্বাদ পাইয়ে দিয়েছেন অলিম্পিয়ান নীরজ চোপড়া। আজ প্রথমবারের চেষ্টায় তিনি ফাইনালে প্রবেশ করলেন। তাতেই নিশ্চিত হল প্যারিস অলিম্পিকের টিকিটও।

চলতি আগস্ট মাসটা ভারতের জন্য ঘটনাবহুল হয়ে রইলো। এই মাসে চন্দ্রযান ৩-এর চাঁদের দক্ষিণ পৃষ্ঠে অবতরণ করার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এছাড়া রতনবাবু প্রজ্ঞানানন্দ দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপে রানার্স আপ হয়ে ভারতকে গর্বিত করেছেন। আর আজ নীরজ চোপড়া বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ এবং পরবর্তী অলিম্পিকে একইসঙ্গে অলিম্পিক ২০২৪-এর জন্যও নিজের জায়গা পাকা করে নিলেন।

neeraj chopra award

বার্মিংহ‍্যাম কমনওয়েলথ গেমসে ২০২২-এ পাকিস্তানের আর্শাদ নাদিম ৯০.১৮ মিটার থ্রো করে সোনা জিতে খুব হুঙ্কার দিয়েছিলেন নীরাজ চোপড়ার উদ্দেশ্যে। নীরজ আজ বুদাপেস্টে প্রথম স্থানে থেকে বুঝিয়ে দিলেন এই মুহূর্তে উপমহাদেশে সেরাকে। এই টুর্নামেন্টের ফাইনাল রবিবার। সেখানেও ভারতের এই তারকা ক্রীড়াবিদের দিকে নজর থাকবে দুই দেশের ক্রীড়াপ্রেমীকদেরই।

আরও পড়ুন: কলকাতায় কোহলি, পুনেতে নেইমার! দেখবেন কাকে? জানুন কবে একসাথে ভারত কাঁপাবেন দুই তারকা

আজ নীরজ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের ফাইনালে পৌঁছানোর প্রথম প্রচেষ্টায় ৮৮.৭৭ মিটার দূরত্ব অবধি জ্যাভলীনটি নিক্ষেপ করতে পেরেছিলেন। এছাড়া ডিপি মনুও নীরজের সাথে গ্রুপ এ-তে রয়েছেন, অন্যদিকে কিশোর জেনা গ্রুপ বি-তে একমাত্র ভারতীয়। প্যারিস অলিম্পিকে জায়গা পেতে হলে কমপক্ষে ৮৫.৫০ মিটার দূরত্ব অতিক্রম করতে হয় এবং নীরজ তার চেয়ে বেশ কিছুটা বেশি দূরত্ব অতিক্রম করেই সেইখানের টিকিটও নিশ্চিত করে ফেলেছেন।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর