ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশন রাউন্ডে মুখোমুখি হচ্ছেন না নীরজ-আরশাদ, সামনে এল কারণ

Published on:

Published on:

Neeraj Chopra to participate in World Championship qualification round.

বাংলা হান্ট ডেস্ক: জাপানের রাজধানী টোকিওতে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ সম্পন্ন হচ্ছে। যেখানে একাধিক ভারতীয় ক্রীড়াবিদ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন। তাঁদের মধ্যে দুইবারের অলিম্পিক পদকপ্রাপ্ত জ্যাভলিন থ্রো-র তারকা খেলোয়াড় নীরজ চোপড়াও (Neeraj Chopra) রয়েছেন।

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের কোয়ালিফিকেশন রাউন্ডে মুখোমুখি হচ্ছেন না নীরজ (Neeraj Chopra)-আরশাদ:

১৭ সেপ্টেম্বর অর্থাৎ বুধবার নীরজ চোপড়া (Neeraj Chopra) ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে অংশ নেবেন। যার মাধ্যমে তিনি ফাইনাল রাউন্ডে স্থান নিশ্চিত করার চেষ্টা করবেন। এদিকে, পাকিস্তানের অলিম্পিক পদকজয়ী আরশাদ নাদিমও ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছেন। তবে, নীরজ চোপড়া এবং আরশাদ কোয়ালিফিকেশন রাউন্ডে একে অপরের মুখোমুখি হবেন না।

Neeraj Chopra to participate in World Championship qualification round.

নীরজ এবং আরশাদকে আলাদা গ্রুপে রয়েছেন: জানিয়ে রাখি যে, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো ইভেন্টে, নীরজ চোপড়া এবং আরশাদ নাদিমকে কোয়ালিফিকেশন রাউন্ডে ভিন্ন গ্রুপে রয়েছেন। নীরজ গ্রুপ “এ” তে আছেন। অপরদিকে আরশাদ গ্রুপ “বি” তে আছেন। অর্থাৎ, যদি উভয় ক্রীড়াবিদ আগামী ১৮ সেপ্টেম্বর সম্পন্ন হতে চলা ফাইনালে তাঁদের স্থান নিশ্চিত করেন, সেক্ষেত্রে নীরজ চোপড়া এবং আরশাদ নাদিম একে অপরের মুখোমুখি হবেন বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: মোদীর নেতৃত্বের “ফ্যান” হলেন ট্রাম্প! “নরেন্দ্র”-র জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে করলেন ভূয়সী প্রশংসা

উল্লেখ্য যে, জ্যাভলিন থ্রো-র কোয়ালিফিকেশন রাউন্ডে, ফাইনালে স্থান নিশ্চিত করার জন্য ক্রীড়াবিদদের ন্যূনতম ৮৪.৫ মিটার থ্রো অর্জন করতে হবে। এরপর, উভয় গ্রুপের সেরা ১২ জন থ্রোয়ার ফাইনালে খেলার সুযোগ পাবেন।

আরও পড়ুন: মুকেশ আম্বানির ডবল ধামাকা! Reliance Jio-র পর আনতে চলেছেন এই কোম্পানির IPO

এই দুই ভারতীয় ক্রীড়াবিদ আরশাদ নাদিমের মুখোমুখি হবেন: জানিয়ে রাখি যে, নীরজ চোপড়া (Neeraj Chopra) কোয়ালিফিকেশন রাউন্ডে আরশাদ নাদিমের মুখোমুখি হতে না পারলেও ভারত থেকে মোট ৪ জন ক্রীড়াবিদ জ্যাভলিন থ্রো ইভেন্টে অংশগ্রহণ করছেন। যাঁদের মধ্যে নীরজ চোপড়া এবং সচিন যাদব গ্রুপ “এ”-তে রয়েছেন। অপরদিকে, রোহিত যাদব এবং যশবীর সিং গ্রুপ “বি”-তে রয়েছেন। অর্থাৎ, রোহিত এবং যশবীর অবশ্যই আরশাদ নাদিমের মুখোমুখি হবেন। উল্লেখ্য যে, নীরজ চোপড়ার কোয়ালিফিকেশন রাউন্ড ১৭ সেপ্টেম্বর বিকেল ৩ টে বেজে ৪০ মিনিটে শুরু হবে। অন্যদিকে গ্রুপ-বি-র যোগ্যতা অর্জনের রাউন্ড শুরু হবে বিকেল ৫ টা বেজে ১৫ মিনিটে।