ফিনল্যান্ডে ভারতের নাম উজ্জ্বল করলেন নীরজ চোপড়া, অলিম্পিকের পর ফের সোনা জিতলেন তিনি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২১ টোকিও অলিম্পিকের পর প্রথমবার সোনা জিতলেন নীরজ চোপড়া। ফিনল্যান্ডের কুওর্তেন গেমসে বৃষ্টির মধ্যে কঠিন পরিস্থিতিতে এই কাজ করে দেখালেন তিনি। পরিবেশ এতটাই মারাত্মক ছিল যে নিজের তৃতীয় এটেম্পটে পিছলে গিয়ে ট্র্যাকে ভুপতিত হন তিনি। কিন্তু কিন্তু এই ঘটনায় তার স্বর্ণপদক জয়ের অভিযানে বাধা হয়ে দাঁড়ায়নি।

এই প্রতিযোগিতায় তার সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিলেন অ্যান্ডারসন পিটার্স। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে তাকে দুবার পরাস্ত করলেন নীরজ। তার প্রথম প্রচেষ্টাতেই জ্যাভলিনটি ৯০ মিটারের কাছাকাছি দূরত্ব অতিক্রম করে। পরে মেপে দেখা যায় দূরত্বটি হল ৮৬.৬৯ মিটার। দ্বিতীয় স্থানে থাকা ত্রিনিদাদ এন্ড টোবাগোর কেশরন ওয়ালকটের চেয়ে .০৫ মিটার বেশি দূরে জ্যাভলিনটি ছুঁড়েছিল নীরজ।

একটি সাক্ষাৎকারে সোনাজয়ী নীরজ জানিয়েছেন, “টোকিও অলিম্পিক এর পর এটা আমার প্রথম প্রতিযোগিতা ছিল। আমার খুব ভালো লাগছে এই ফল করতে পেরে। সকলকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আমার পরবর্তী লক্ষ্য কমনওয়েলথ গেমস। ওখানে প্রতিযোগিতা আরো কড়া হবে।”

অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া জানিয়েছে যে নীরজ সুস্থই আছেন, ট্র্যাকে পা পিছলে কোনও গুরুতর আঘাত পাননি তিনি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর