চীনের মাটিতে ভারতের দাপট! এশিয়ান গেমসে নীরজের সোনার পাশাপাশি ভারতকে রুপো উপহার কিশোরের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ পুরুষদের জ‍্যাভেলিন থ্রো (Javelin Throw) ইভেন্টে চীনের মাটিতে ভারতের (India) জয়জয়কার। এশিয়ান গেমসে (2023 Asian Games) নীরজ চোপড়া (Neeraj Chopra) যে স্বর্ণপদক জিতবেন এমনটা প্রত্যাশা ছিল আগে থেকেই। কিন্তু তার পাশাপাশি যে রৌপ্য পদকটাও যে ভারতের ঝুলিতেই আসবে এমনটা অনেকেই প্রত্যাশা করেননি। কিন্তু তেমনটাই করে দেখালেন কিশোর জানা (Kishore Jena)।

সেদিন নীরজের শুরুটা ভালো হয়নি। প্রথম এবং দ্বিতীয় প্রচেষ্টায় যথাক্রমে তিনি নিজের জ‍্যাভেলীনটিকে ৮২.৩৮ ও ৮৪.৪৯ মিটার দূরত্ব অতিক্রম করাতে পেরেছিলেন। অবশ্যই এই দূরত্বগুলি সোনা নিশ্চিত করার জন্য যথেষ্ট ছিল না সেই মুহূর্তে। এরপর তৃতীয় প্রচেষ্টাটি ফাউল থ্রো হওয়ায় চাপ বাড়ে তার ওপর।

কিন্তু চতুর্থ প্রচেষ্টায় যাবতীয় দুশ্চিন্তাকে ভাসিয়ে দেন নীরজ। সেইবার তার নিক্ষেপিত বর্শাটি যখন মাটির স্পর্শ করে তখন দেখা যায় সেটি ৮৮.৮৮ মিটার দূরত্ব অতিক্রম করেছে। সঙ্গে সঙ্গে নীরজ বুঝে যান যে তাকে খালি হাতে ফিরতে হবে না এশিয়ান গেমস থেকে। পর পর দুইবার এশিয়ান গেমসে সোনা জয়ের মতন কীর্তি অর্জন করলেন তিনি।

তবে এদিন নীরাজ চোপড়াকে সবচেয়ে বেশি সমস্যার মুখোমুখি ফেলেছিলেন তারই স্বদেশীয় প্রতিযোগী কিশোর জানা। সকলের তিনটি প্রচেষ্টার পর দেখা চেয়েছিল নীরজের চেয়ে এগিয়ে রয়েছেন কিশোর। প্রথম দুই প্রচেষ্টায় তিনি খুব একটা প্রভাবিত করতে পারেননি। কিন্তু নিজের তৃতীয় প্রচেষ্টায় তিনি জ্যাভেলীনটিকে ৮৭.৫৪ মিটার দূরত্ব অতিক্রম করাতে সক্ষম হয়েছিলেন।

আরও পড়ুন: এলো ১৪তম সোনা! ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে তৃতীয়, দৌড়বিদ পারুলকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদীর

তবে নীরজ চতুর্থ চেষ্টায় আর ভুল করেননি। অপরদিকে কিশোর চাপে পড়ে চতুর্থ এবং পঞ্চম চেষ্টায় ফাউল থ্রো করেন। শেষপর্যন্ত তার তৃতীয় প্রচেষ্টার জন্যই তিনি রৌপ্য পদকটি নিশ্চিত করতে পারেন। বাকি প্রতিযোগিতা তাদের ধারে কাছে ছিলেন না। জাপানের ডিন গেঙ্কি রদ্রিক ৮২.৬৮ মিটার দূরত্ব অতিক্রম করে ব্রোঞ্জ নিশ্চিত করেন। বাকিরা ৮০ মিটারের দূরত্বই অতিক্রম করতে পারেনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর