সোনা না এলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জয় নীরজের, আনন্দে নৃত্য করে উদযাপন মায়ের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ট্র্যাকে ফেরার পর থেকে নীরজ চোপড়ার পদক জয়ের ধারা বজায় রয়েছে। টোকিও অলিম্পিকের পর কুওর্তেন ওপেনের মধ্যে দিয়ে আঙিনায় ফিরেছিলেন। সেখান থেকে শুরু করে আজ মার্কিন মুলুকে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক আনলেন টোকিও অলিম্পিকে পদকজয়ী জ্যাভলিন থ্রোয়ার। না এবার সোনা আসেনি। কিন্তু তার রৌপ্য পদক জয়ের খবরই আনন্দ দিচ্ছে ভারতবাসীদের।

<span;>বীরেন্দ্র সেওবাগ থেকে শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সকলেই দরাজ গলায় প্রশংসা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে ভারতকে পদক এনে দেওয়ার কীর্তি গড়েছিলেন অঞ্জু ববি জর্জ। তিনি লং জাম্পে ব্রোঞ্জ এনে দেশকে গর্বিত করেছিলেন। নীরজ তার থেকে একধাপ এগিয়ে রূপো এনে দিলেন দেশকে।<span;> কেন্দ্রীয় ক্রীড়মন্ত্রী অনুরাগ ঠাকুর থেকে শুরু আইনমন্ত্রী কিরন রিজিজু প্রত্যেকেই নীরজকে শুভেচ্ছা জানিয়েছেন।

   

Screenshot 20220724 143127 Twitter

<span;>রবিবার যখন নীরজ জ্যাভলিন হাতে ফাইনালে নামেন তখন সম্ভবত তিনি কিছুটা আত্মবিশ্বাসের অভাবে ভুগছিলেন। কারণ প্রথম থ্রোটি ফাউল থ্রো করেন তিনি। তার মূল প্রতিপক্ষ অ্যান্ডারসন পিটার্সের প্রথম থ্রো-তে জ্যাভলিন ৯০.২১ মিটার দূরে গিয়ে। ফলে নীরজের কাজটা চাপের হয়ে ওঠে। দ্বিতীয় সুযোগে নীরজ মাত্র ৮২.৩৯ মিটার দূরে ছুড়তে পারেন। তৃতীয় সুযোগে প্রথম তিনে আসতে পারেননি তিনি। কিন্তু নিজের চতুর্থ থ্রোয়ে ৮৮.১৩ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন নীরজ, যা তার রৌপ্য পদক নিশ্চিত করে দেয়। কমনওয়েলথ গেমস এখন পাখির চোখ নীরজের। তার আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য সোনা ফস্কানোর এই ঘটনা তাকে নিঃসন্দেহে তাতিয়ে দেবে।

<span;>অপরদিকে নীরজের রুপো জয়ের খবরে আনন্দে ভেসে গিয়েছে তার পরিবার। আত্মীয়, প্রতিবেশীদের সাথে নৃত্য করে সেই খুশি উদযাপন করেন তার মা।

<span;>ভিডিও লিংক: https://youtu.be/Jo-IG_SsQWM

<span;>পরে সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় তার মা বলেছেন ‘আমরা সকলে আশা করেছিলাম ও মেডেল জিতবে। আমরা তাই খুব আনন্দিত। দীর্ঘদিন বাড়িতে আসা হয়নি ওর। ও ফিরলে তখন ওকে ওর পছন্দের খাবার তৈরি করে খাওয়াবো। কঠিন পরিশ্রমের ফল পেয়েছে ও। নীরজ দেশের সন্তান, ও দেশকে গর্বিত করেছে।’

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর