বাংলাহান্ট ডেস্কঃ JEE ও NEET জটিলতা ক্রমশই বেড়ে চলেছে দেশে। বিরোধী দল থেকে ছাত্রছাত্রী প্রত্যেকেই পরীক্ষা আপাতত স্থগিত করার আবেদন জানালেও এখনো সেই বিষয়ে কোনো ঘোষনা হয়নি NTA এর তরফে। এরই মধ্যে JEE 2020 পরীক্ষার্থীদের থাকা-খাওয়া-যাতায়াতের সম্পূর্ণ দ্বায়িত্ব নিল উড়িষ্যা (odisha) সরকার। NEET 2020 ছাত্রিছাত্রীদের জন্যও রয়েছে একাধিক সুবিধা।

উড়িষ্যা সরকারের তরফে জানানো হয়েছে, বন্যা ও অতিমারি কবলিত উড়িষ্যায় যাতে ছাত্রছাত্রীদের কোনো অসুবিধা না হয় তাই এই ব্যাবস্থা নিয়েছে উড়িষ্যা সরকার। ভুবনেশ্বর, কটক সহ ওড়িশার বিভিন্ন শহরে ২৬টি কেন্দ্রে JEE পরীক্ষা দেবে ৩৭ হাজার পরীক্ষার্থী৷
যদিও এই পরীক্ষার বিরুদ্ধে ইতিমধ্যেই, ভারতের বিভিন্ন প্রান্তের ৪ হাজার ২০০ পড়ুয়া একদিন অনশন করে সত্যাগ্রহের পথে বিরোধিতা করেছে এই সিদ্ধান্তের। টুইটারে ঝড় উঠল #SATYAGRAHagainstExamInCovid.পড়ুয়াদের বক্তব্য কোভিডকে থামানো যাবে না কোনোভাবেই, কিন্তু আমরা পরীক্ষা পিছোতেই পারি। করোনা আবহে এমনিতেই বন্ধ বাস ট্রেন, এই পরিস্থিতিতে সঠিক সময়ে কিভাবে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবে তারা? একই সাথে পরীক্ষার্থী ও তাদের পরিবারের রয়েছে সংক্রমণের ঝুঁকিও।
সোনিয়া গান্ধী ও অবিজেপি মুখ্যমন্ত্রীদের সাথে এক ভার্চুয়াল বৈঠকে NEET, JEE সিদ্ধান্তের বিরুদ্ধে মমতা বলেন, কেন্দ্র যদি আদালতে না যায় তবে আমরা আদালতে যাব। ২৪ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, এটা ছেলেমানুষির বিষয় নয়। মুখ্যমন্ত্রী আরো বলেন, মহামারি পরিস্থিতিতে ছাত্র ছাত্রীরা মানসিক ভাবে বিপর্যস্ত। বাস্তব অবস্থা বুঝে ওদের বিপদের মুখে ঠেলে দেওয়া উচিত হবে না।