আর ঘন্টা কয়েকের অপেক্ষা, বিয়ের আগেই হবু বৌমা আলিয়াকে রিপোর্ট কার্ড ধরালেন শাশুড়ি নীতু

বাংলাহান্ট ডেস্ক: অবশেষে এসেই গেল সেই দিন। বলিউডের সবথেকে জনপ্রিয় ও হিট জুটির বিয়ে আজ। বহু জল্পনা কল্পনার পরে শেষমেষ আজই চার হাত এক হতে চলেছে রণবীর কাপু্র (Ranbir Kapoor) ও আলিয়া ভাটের (Alia Bhatt)। সম্প্রতি অভিনেতার মা নীতু কাপুর ও বোন ঋদ্ধিমা কাপুর সাহানি নিজেরাই বিয়ের তারিখ ঘোষনা করেছেন।

বুধবার দুপুরে ছিল রণবীর আলিয়ার মেহেন্দি অনুষ্ঠান। মেয়ে ও নাতনিকে নিয়ে উপস্থিত ছিলেন নীতু। তারপ‍র মা মেয়ে মিলে রণবীরের বাস্তু অ্যাপার্টমেন্টে এসেছিলেন কিছু প্রাক বিয়ের অনুষ্ঠানের জন‍্য। সেখান থেকে বেরোতেই দুজনকে ঘিরে ধরে পাপারাৎজি।

944bp1jg neetu
প্রথমে ‘ক্লান্ত আছি’ বলে এড়াতে চাইলেও কাল আর পার পাননি নীতু ঋদ্ধিমা। শেষে ঋদ্ধিমা বলতে বাধ‍্য হন যে বিয়েটা আজই অর্থাৎ বৃহস্পতিবার। নীতু জানান, কোনো পাঁচতারা হোটেল নয়। রণবীরের অ্যাপার্টমেন্ট বাস্তুতেই বসবে জুটির বিয়ের আসর।

এদিন পাপারাৎজির সামনে হবু বৌমা আলিয়ার ব‍্যাপারে ঢালাও প্রশংসাও করেন শাশুড়ি মা নীতু। তিনি বলেন, “আমি আর কী বলব ওর ব‍্যাপারে। ও সেরা! ঈশ্বর ওদের দুজনকে আশীর্বাদ করুন।” পাশ থেকে ননদ ঋদ্ধিমা বলে ওঠেন, “ভীষণ মিষ্টি ও। একদম পুতুলের মতো।”

https://www.instagram.com/reel/CcSygl2ICT_/?igshid=YmMyMTA2M2Y=

রণবীরের মুম্বইয়ের অ্যাপার্টমেন্ট বাস্তুতে বসেছিল মেহেন্দির আসর। নীতু কাপুর, অভিনেতার দিদি ঋদ্ধিমা কাপুর সাহানি, জামাইবাবু ভরত সাহানি এবং ভাগ্নি সামারা এসেছিলেন অনুষ্ঠানে। মা মেয়ে দুজনকেই দেখা গিয়েছে সবুজ ঝলমলে পোশাকে। গাড়ির মধ‍্যে থেকেই পাপারাৎজির উদ্দেশে হাসি মুখে নমস্কার জানান নীতু।

এছাড়াও বরের তরফে এসেছিলেন রণবীরের পিসি রিমা জৈন ও তুতো বোন নিতাশা নন্দা। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানানো হয়েছিল তারিখ বদলানোর গুজব ভুয়ো। আগের ১৪ তারিখই বহাল থাকছে। অর্থাৎ আজই দুপুর ৩ টে নাগাদ রণবীরের অ্যাপার্টমেন্টে বসবে তারকা জুটির বিয়ের আসর।

অন‍্যদিকে রণবীরের জ‍্যাঠা বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুরও জানান, তাঁর ভাইপো বিয়ে করছে। রিসেপশনের ব‍্যাপারে আলোচনায় বসা হবে বলেও জানান রণবীর।  বিয়ে উপলক্ষে আলোয় আলোয় সেজে উঠেছে আলিয়ার বাসভবন।

Niranjana Nag

সম্পর্কিত খবর