ইনস্টাগ্রামে ৪০ মিলিয়ন ফলোয়ার! এভাবে সেলিব্রেট করলেন নেহা, দেখুন ভিডিও

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে জনপ্রিয় গায়িকাদের মধ্যে অন্যতম হলেন নেহা কক্কর (Neha kakkar)। দীর্ঘদিন ধরেই হিন্দি গানের জগতে রয়েছেন তিনি। নিজের জায়গা বেশ ভাল মতোই কায়েম করে নিয়েছেন। একের পর এক হিট গান গেয়ে অনুরাগীদের মন জয় করতে নেহার জুড়ি মেলা ভার। তাঁর নিজেরই রয়েছে একটি আলাদা গায়কী।
এই মুহূর্তে জনপ্রিয় গায়িকাদের তালিকায় প্রথম দিকেই জায়গা করে নেবেন নেহা। পুরোনো হিন্দি গানগুলো নতুন ঢঙে গাইতে নেহার থেকে ভাল বোধ হয় আর কেউই পারে না। তবে তাঁর সঙ্গে সোশ‍্যাল মিডিয়াতেও যে সক্রিয়তা বেশ ভাল রকমই তা অনেকেই জানেন।

neha 5e1fea80e7733
এবার ফের নতুন পালকের সংযোজন হল নেহার জনপ্রিয়তার মুকুটে‌। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে ৪০ মিলিয়ন ফলোয়ার পেয়ে গেলেন তিনি। দীর্ঘদিন ধরেই ইনস্টাগ্রামে রয়েছেন তিনি। দিনের পর দিন ফলোয়ারের সংখ‍্যাও বাড়ছিল। নেহার অনেক দিনের স্বপ্ন ছিল ইনস্টাগ্রামে ৪০ মিলিয়ন ফলোয়ার পাওয়ার।

https://www.instagram.com/p/CCAcOFEDnjN/?igshid=hkqbtqtsbpeo

সেই স্বপ্ন পূরণ হল অবশেষে। টিমের সঙ্গে কেক কেটে সেলিব্রেট করতে দেখা গেল গায়িকাকে। সেই ভিডিও ইনস্টা হ‍্যান্ডেলে শেয়ার করেছেন তিনি। অনুরাগীদের সকলকে ধন‍্যবাদও জানিয়েছেন তিনি।

https://www.instagram.com/p/CB_FWwJDdJf/?igshid=1f775g2iumkv

সেই সঙ্গে এই কঠিন পরিস্থিতিতে কৃষক, ট্রাক চালক সহ অন‍্যান‍্য জরুরি পরিষেবার কর্মীরা যারা সমানে কাজ করে চলেছেন তাদের উদ্দেশ‍্যেও গানে গানে ধন‍্যবাদ জানিয়েছেন নেহা।

https://www.instagram.com/tv/CCDF3HgjLoa/?igshid=1wv8vj63je046

প্রসঙ্গত, এর আগে জানা গিয়েছিল সেলেনা গোমেজ, নিকি মিনাজের মতো তাবড় হলিউড গায়িকাদের পেছনে ফেলে ইউটিউবে দ্বিতীয় সর্বাধিক ভিউড গায়িকা হিসাবে উঠে এসেছেন নেহা কক্করের নাম। ২০১৯ এ ইউটিউবে সবথেকে বেশি যাদের গান শোনা হয়েছে সেই ১০ মহিলা গায়িকার মধ‍্যে নেহা রয়েছেন দ্বিতীয় স্থানে। তাঁর ভিউ সংখ‍্যা ৪.৫ বিলিয়ন।

Niranjana Nag

সম্পর্কিত খবর