বাংলাহান্ট ডেস্ক: সমকালীন বলিউডের (bollywood) জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গারদের মধ্যে অন্যতম নেহা কক্কর (neha kakkar)। ছবিতে প্লেব্যাকের পাশাপাশি নিজের মিউজিক অ্যালবামও সুপারহিট গয়িকার। তবে জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে যে নিন্দা সমালোচনা করার জন্যও একদল তৈরি হয়ে বসে থাকে তা জানেন নেহা নিজেও। ট্রোলের সঙ্গে অনেকদিনের বন্ধুত্ব তাঁর। আর এবারে নতুন গান ‘কাঁটা লাগা উইমা’র জন্য হাসির খোরাক হয়েছেন তিনি।
কিছু দিন আগেই মুক্তি পেয়েছে নেহা কক্কর, টনি কক্কর এবং ইয়ো ইয়ো হানি সিং এর গাওয়া ‘কাঁটা লাগা উইমা’। গানটি নিয়ে অনেকদিন ধরে উত্তেজনা তুঙ্গে ছিল সঙ্গীতপ্রেমীদের। কিন্তু গান মুক্তি পেতেই চরম নিরাশ সকলে। যেমন লিরিক্স তেমন গানের ধরন! একেবারেই মনঃপূত হয়নি নেটনাগরিকদের। তবে সবথেকে বেশি মশকরা যেটা নিয়ে হচ্ছে তা হল গানের ভিডিওতে নেহা কক্করের লুক।
নিয়ন পিঙ্ক ও গ্রিন রঙা স্বল্প পোশাক, সোনালি চুল এবং লাউড মেকআপে বোল্ড নেহা। তাঁর এই লুকই নেটপাড়ার নতুন ট্রোলের যোগান দিচ্ছে। উপরন্তু নেহা আবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলেও শেয়ার করে অনুরাগীদের কাছ থেকে জানতে চেয়েছেন কেমন লাগছে তাঁকে? উত্তর দিতে গিয়ে কমেন্ট বক্সে ট্রোলের ছড়াছড়ি।
https://www.instagram.com/p/CT3hXXhjDe4/?utm_medium=copy_link
কেউ বলছেন হলিউড র্যাপ গায়িকা কার্ডি বি এর সস্তা কপি লাগছে নেহাকে। আবার কারোর কথায় গায়িকাকে দেখে মনে হচ্ছে লেডি গাগার চাঁদনি চক ভার্সন। মোট কথা, নেহার ব্লন্ড হেয়ার লুক দেখে সকলেরই বক্তব্য হলিউড তারকাদের নকল করতে গিয়েছিলেন বলিউড গায়িকা। কিন্তু খুব বাজে ভাবে ব্যর্থ হয়েছেন। আর ট্রোল করার সুযোগ পেয়ে নেটিজেনরা কি ছাড়ে?
কাঁটা লাগা উইমা গানটা নিয়েও সকলের হাজারো অভিযোগ। গোটা গানেই একঘেয়ে উইমা শব্দের ছড়াছড়ি। অনেকে টনি কক্করের আর গান না লেখারও পরামর্শ দিয়েছেন। এমনকি হানি সিংয়ের র্যাপও পছন্দ হয়নি কারোর।