সভা শেষে রাষ্ট্রগীত বাজাতে বলেছিলেন রাহুল, বেজে উঠল নেপালের জাতীয় সঙ্গীত! ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : কংগ্রেসের ভারত জোড়ো (Bharat Jodo Yatra) যাত্রা ঘিরে বারবারই উঠে এসেছে নানা ধরনের তর্ক বিতর্ক। সম্প্রতি সাংসদ রাহুলের (Rahul Gandhi) সদ্য একটি ভিডিয়ো ভাইরাল হতেই তা নিয়ে নয়া বিতর্ক দানা বেঁধেছে। দেখা গিয়েছে, সেই ভিডিয়োয় রাহুল কংগ্রেসের এক সভা শেষে জাতীয় সঙ্গীত শুরু করার জন্য বলেন। বিতর্ক বাঁধে সেখানেই। কারন এরপরই ভারতের জাতীয় সঙ্গীতের (National Song) জায়গায় বেজে ওঠে নেপালের জাতীয় সঙ্গীত।

যে ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সেই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ওয়াশিম এলাকাশ। এই মুহুর্তে মহারাষ্ট্রে চলছে রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো যাত্রা। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে মঞ্চে দেখা যায় কেসি বেণুগোপাল, নানা পাটোলেদের মতো নেতাকে। সেখানে সভা শেষ হওয়ার দিকে এগোতে থাকে। ভিডিয়োয় দেখা যাচ্ছে রাহুল গান্ধী নিজে ঘোষণা করছেন যে এবার দেশের জাতীয় সঙ্গীত শুরু হবে। তখনই একটি শব্দধ্বনি শোনা যায়। সেই সুর ভারতের জাতীয় সঙ্গীতের ছিল না।

জানা যাচ্ছে সেই সুর ছিল নেপালের জাতীয় সঙ্গীতের। খানিকক্ষণ বাদে তা মঞ্চস্থ হওয়ার পর সকলেই বুঝতে পারেন মারাত্মক ভুল হয়ে গিয়েছে। রাহুলও হাত নেড়ে বাকি নেতাদের দিকে তাকিয়ে প্রশ্ন করেন যে এটা কী হচ্ছে? তখনই বোঝা যায় যে ভারতের নয়, নেপালের জাতীয় সঙ্গীত সেখানে বেজে উঠেছিল। তারপরই ভুল ভাঙে উপস্থিত সকলের।

ভিডিয়োয় দেখা যায়, রাহুল গান্ধী বলেন, ‘ন্যাশনাল অ্যান্থম’ এরপরই নেপালের জাতীয় সঙ্গীত ‘সাইউন থুঙ্গা ফুল কা’ বেজে ওঠে। বেশ খানিক সময় পর রাহুল সহ বাকি নেতারা ভুল বুঝতে পেরেই এই গানকে সরিয়ে দিতে বলেন। তখনই থেমে যায় সেই সুর। এদিকে, ঘটনা ঘিরে বিজেপি ফের একবার আক্রমণ শানিয়ে নিয়েছে। বিজেপির তরফে নেতা অমর প্রসাদ রেড্ডি টুইটারে ওই ভিডিয়ো পোস্ট করে প্রশ্ন তোলেন, ‘রাহুল গান্ধী, এটা কী হচ্ছে?’ বিজেপির একাধিক নেতা এই বিষয়টি নিয়ে সরব হতে শুরু করেছেন। এখন দেখার এই জাতীয় সঙ্গীত বিতর্কে কতটা জল গড়ায়।

Sudipto

সম্পর্কিত খবর