বাংলাহান্ট ডেস্ক : ২০২৪ সালের লোকসভা নির্বাচন শুরু হতে আর বাকি তিন দিন। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। এদিন গোটা দেশে ১০২ টি লোকসভা কেন্দ্রে প্রথম দফার ভোটগ্রহণ হবে। এদিন থেকে নির্বাচন শুরু হবে অসমেও। তারপর অসমে ২৬ এপ্রিল এবং ৭ মে দ্বিতীয় এবং তৃতীয় দফার নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন ঘিরে এখন চারদিকে হইহই রব। প্রত্যেকটি রাজনৈতিক দল ও কর্মীরা ব্যস্ত প্রচার অনুষ্ঠানে। তবে এই আবহে আপনাদের অসমের এমন একটি পরিবারের কথা শোনাবো যা অনেকের কাছেই বেশ মজার। অসমের এই পরিবারে রয়েছে ৩৫০ জন ভোটার। এই পরিবারে সবাই ভোট দেবেন ১৯ এপ্রিল।
আরোও পড়ুন : পরিবারের কেউ সরকারি চাকরি না করলে … নিয়োগ নিয়ে বড় ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর
নেপালি বংশোদ্ভূত রন বাহাদুর থাপার অন্তর্গত এই পরিবার। বর্তমানে আসামের রংপাড়া বিধানসভা কেন্দ্র এবং সোনিতপুর সংসদীয় আসনের অধীনে ফুলগুড়িতে বসবাস করেন এই পরিবারের সদস্যরা ।নেপালি পাম গ্রামের গ্রাম প্রধান রন বাহাদুর থাপা। রন বাহাদুর বর্তমানে বেঁচে নেই। তবে তার ছেলে তিন বাহাদুর থাপা এবং তার পুরো পরিবার এখন খবরের শিরোনামে।
তিল বাহাদুর থাপা জানিয়েছেন, তার পরিবারের ৩৫০ জন ভোটার রয়েছেন। তার পিতা রন বাহাদুরের ৫ জন স্ত্রী ছিল এবং তাদের থেকে তার ১২টি পুত্র এবং ৯টি কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে এই পরিবারের সদস্য সংখ্যা প্রায় ১২০০ জন। বাহাদুর থাপা নেপাল থেকে ১৯৬৪ সালে ভারতে বসতি স্থাপন করেন।