বাংলা হান্ট ডেস্কঃ প্রতিবেশী দেশ নেপালে (Nepal) আরও একবার রাজনৈতিক রঙ বদলাচ্ছে। নেপালের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, আগামী ২৮ ঘণ্টার মধ্যে শের বাহাদুর দেউবাকে (Sher Bahadur Deuba) প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করতে হবে। উল্লেখ্য, গত বছর ধরেই নেপাল রাজনৈতিক সংকটে ভুগছে। আর তারই মধ্যে নেপালের শীর্ষ আদালত এই আদেশ জারি করল।
কেপি শর্মা ওলির (KP Sharma Oli) নেতৃত্বাধীন বর্তমান সরকার বিগত পাঁচ মাসে সংসদে দ্বিতীয়বার সংখ্যাগরিষ্ঠতা হাসিল করতে ব্যর্থ হয়েছে। আর এই কারণে সোমবার নেপালের সুপ্রিম কোর্ট শীঘ্রই নতুন সরকার গঠনের নির্দেশ দিয়েছে। নেপালি সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, ২৮ ঘণ্টার মধ্যে নেপালি কংগ্রেসের প্রধান শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করতে হবে।
আপনাদের জানিয়ে দিই, নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারী মে মাসে ২৭৫ সদস্যের সাংসদ ভঙ্গ করে দিয়েছিলেন। এরপর নভেম্বর মাসে নির্বাচনের ঘোষণা করেছিলেন তিনি। রাষ্ট্রপতির এই সিদ্ধান্তের পর সুপ্রিম কোর্টে অনেক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল।
বিরোধী দলগুলো প্রায় ৩০টির বেশি মামলা দায়ের করেছিল সুপ্রিম কোর্টে। সেখানে সবাই রাষ্ট্রপতির আদেশকে ভুল বলে আখ্যা দিয়েছিলেন। বিরোধী দলগুলি সুপ্রিম কোর্টের কাছে দাবি করেছিল যে, এবার দেউবাকে যেন প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়। দেশের ১৫০ জন সাংসদ শের বাহাদুর দেউবাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য একটি আবেদনপত্রে স্বাক্ষর করেছিলেন।