গ্রেফতারির আগেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালাল কলকাতায় তিন বাংলাদেশি জঙ্গির আশ্রয়দাতা

বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশি জঙ্গী সংগঠন জেএমবি (JMB ) বা জামাত-উল-মুজাহিদিন-এর তিন সদস্যকে গতকাল গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ সেল (Kolkata Police Special Task Force)। কিন্তু নতুন করে ভারতে আসা এই তিনজন জঙ্গি ধরা পড়লেও পুলিশের হাতে ধরা পড়েনি তাদের আশ্রয়দাতা। কার্যত পুলিশি তল্লাশির আগেই বেপাত্তা হয়ে যায় সে।

কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছ, জেএমবির ওই কুখ্যাত সদস্যের নাম সেলিম মুন্সি (selim Munshi)। প্রায় গত ১৫ বছর ধরে কলকাতার হরিদেবপুর এলাকায় ভাড়া বাড়িতে বাস করত সে। সাধারণভাবে ছাতা সারাইয়ের কাজ করেই দিন গুজরান করতো সেলিম। যার জেরে তাকে দেখে কখনোই কারও সন্দেহ হয় নি। কিন্তু পুলিশ সূত্রের খবর সেও ছিল স্লিপার সেলেরই সদস্য। গত ১৫ জুন সংগঠনের আরও কয়েকজন আসার খবর পেয়েই ওই এলাকায় আরেকটি বাড়ি ভাড়া নেয় সে।

এলাকায় বহুদিন বসবাসের জেরে কোনওরকম সন্দেহের কথা মাথাতেই আসেনি বাড়িওয়ালার। যদিও আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স চাইলে দেবো দেবো করে তা আর দেয়নি সেলিম। এদিন গোপন সূত্রে খবর পেয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করার পর সেলিমের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। কিন্তু ততক্ষণে সে চম্পট দিয়েছে।

আপাতত তাকে ধরার উদ্দেশ্যে বিভিন্ন এলাকায় খানা তল্লাশি চালাচ্ছে স্পেশাল টাস্ক ফোর্স। জানানো হয়েছে সেলিমের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশকিছু জেহাদী কাগজপত্র, বই এবং ফোন। ফোন থেকে অনেক নতুন তথ্য পেয়েছে পুলিশ। পাওয়া গিয়েছে বেশকিছু জেএমবি সন্ত্রাসীদের নম্বরও।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর