নীড় হারা পাখিদের ঘরে ফেরাতে অভিনব প্রচেষ্টা হলদিয়ায়

 

বাংলা হান্ট ডেস্ক : হলদিয়া বালুঘাটার সানসেট ভিউপয়েন্টে পাখিদের বাঁচাতে উদ্যোগী হল বন্যপ্রাণ সংগঠন ‘চলো পালটাই’ । হারিয়ে যেতে বসা পাখিদের ফেরাতে বিশ্ব পরিবেশ দিবসে গাছে গাছে পাখিদের বাসা তৈরির উদ্যোগ নিল সংস্থাটি ।

 

দিন দিন বাড়ছে জনসংখ্যা । বাসস্থান, আসবাবপত্র তৈরি নানান কারণে কেটে ফেলা হচ্ছে গাছপালা। স্বভাবতই কমছে পাখিদের থাকার জায়গা । ভেঙে যাচ্ছে তাদের বাসা ।

beb2f img 20190606 wa0044

প্রসঙ্গত আগে দেখা মিলত দোয়েল, ঘুঘু, শালিক, টুনটুনি, কাঠ ঠোকরা, ফিঙে, মাছরাঙা, প্যাঁচাসহ আরও অনেক পাখির । তবে এখন আর সহজে দেখা যায় না তাদের । শোনাও যায় না পাখির ডাক । দিনদিন মানুষের ভিড় বাড়ছে আর কমছে পাখিদের আনাগোনা । তাই পাখি বাঁচানোর ভাবনা আসে এই সংগঠনের কর্মকর্তাদের মাথায় ।এইভাবে পাখিদের কথা ভাবার এই অভিনব উদ্যোগ কে সম্মান ও শ্রদ্ধা।

সম্পর্কিত খবর