বাংলা হান্ট ডেস্ক : বড়সড় বিপদের মুখে দেশ। ‘বোর্নভিটা’র পর প্রশ্নের মুখে আরও এক বেবি ফুড সংস্থা। শিশুদের খাবারে মাত্রাতিরিক্ত চিনি মেশানোর কারণে তদন্ত শুরু করল কেন্দ্রীয় সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্য়ান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া (FSSAI)। অভিযোগ সত্য প্রমাণিত হলে, দেশ থেকে পাততাড়ি গোটানোর নির্দেশ দেওয়া হয়েছে সংস্থাটিকে।
উল্লেখ্য, ব্রিটিশ সংস্থা ‘পাবলিক আই’ সম্প্রতি দাবি করেছে, বহুজাতিক এই কোম্পানিটি ভারতের জন্য তৈরি করা বেবি প্রোডাক্টে মাত্রাতিরিক্ত চিনি মেশায়। যেখানে ব্রিটেন, সুইৎজারল্যান্ড, জার্মানিতে সেরেল্যাকে কোনও চিনি থাকে না। চাঞ্চল্যকর এই অভিযোগটি সামনে আসা মাত্রই নড়েচড়ে বসেছে কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি (CCPA)। পুরো বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে FSSAI-কে
এই সংস্থাটি হল বাজারের সবচেয়ে জনপ্রিয় সংস্থাগুলির মধ্যে অন্যতম। সংস্থাটি হল নেসলে (Nestle Baby Food)। সংস্থা জানিয়েছে, নেসলে বাজারে সেরেল্যাক সহ একাধিক ফর্মুলা ফুড বিক্রি করে থাকে। আর এর কোনোটাই তারা আন্তর্জাতিক নির্দেশিকা মেনে করেনা। যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের কোটি কোটি সদ্যজাত শিশু।
আরও পড়ুন :আর নয় অপেক্ষা, এই দিন প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট! চলে এল বিরাট আপডেট
সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলছেন কেন্দ্রের ক্রেতা সুরক্ষা দফতরের সচিব ও CCPA-র ডিরেক্টর নিধি খারে। তিনি জানিয়েছেন, ‘আমরা নেসলের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঠিক তদন্তের জন্য FSSAI-কে চিঠি লিখেছি। সেখানে সেরেল্যাকের উল্লেখ্য রয়েছে।’ অভিযোগ সত্য প্রমাণিত হলে সংস্থাটির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন : RCB-র বিরুদ্ধে বাদ পড়ছেন KKR-র ২৫ কোটির বোলার! নজর এই দুই বিদেশির উপর
বিশেষজ্ঞদের মতে, শিশুদের খাবারে চিনি যোগ করা স্বাস্থ্য সম্মত তো নয়ই উল্টে একাধিক রোগ বয়ে নিয়ে আসে। উল্লেখ্য যে, এটাই প্রথম নয়। এর আগেও একাধিকবার বিতর্কের মুখে পড়েছে নেসলে। পূর্বে ২০১৫ সালে সংস্থার তৈরি ম্যাগিতে লেড এবং মনোসোডিয়াম গ্লুটামেট মেশানোর অভিযোগ ওঠে। যে কারণে লম্বা সময় পর্যন্ত ম্যাগি ব্যান করেছিল ভারত সরকার।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার