ভারতকে মহান বানানোর স্বপ্ন পূরণ হয়নি নেতাজির, RSS সেই পথেই চলছে! কলকাতায় বললেন মোহন ভাগবত

বাংলা হান্ট ডেস্ক : নেতাজি সুভাষ চন্দ্র (Netaji Subhas Chandra Bose) বসুর জন্মদিন উপলক্ষে শহরে এসেছেন মোহন ভাগবত (Mohan Bhagawat) কলকাতার শহিদ মিনার ময়দানে বক্তব্য রাখতে গিয়ে নেতাজির স্বপ্নপূরণকেই আরএসএস (RSS) – এর মূল লক্ষ্য বলে দাবি করলেন সংঘ প্রধান। শুধু মোহন ভাগবতই নন, নেতাজির জন্মদিন পালনে এ দিন সকাল থেকেই বিজেপি নেতারা প্রত্যেকেই বেশ সক্রিয় ছিলেন।

নেতাজির জন্মদিন উপলক্ষে শহিদ মিনারে মোহন ভাগবতের অনুষ্ঠান আগে থেকেই ঠিক ছিল। এ দিন সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভাগবত বলেন, ‘নেতাজিকে স্মরণ করা আমাদের কর্তব্য। নেতাজির অপূর্ণ স্বপ্ন পূরণ আমাদের করতেই হবে। প্রথমে তাঁরা আইন মেনেই স্বাধীনতার লড়াই করেছিলেন। কিন্তু পরে যখন নেতাজি দেখলেন সেই পথে কাজ হচ্ছে না, তখন তিনি সশস্ত্র পথ বেছে নেন। দুই পথ আলাদা হতে পারে। কিন্তু গন্তব্য একই ছিল। নেতাজির দৃষ্টিভঙ্গিকে বুঝতে হবে। নেতাজির দেখানো পথই আমাদের পথ। আরএসএস-এ আমরা তো সেটাই করি। ভারত বিশ্বে অবদান রাখতে পারে, এমন ভাবে তাকে তৈরি করাই ছিল সুভাষ বাবুর একমাত্র লক্ষ্য।’

Moham bhagwat

 

এদিকে নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে রাজ্য সরকার এবং শাসক দলকে আক্রমণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাজিকে শ্রদ্ধা জানান দিলীপ ঘোষও। শুভেন্দু অধিকারী বলেন, ‘স্বাধীনতার মূল স্থপতি তিনিই। পরবর্তীকালে কোনও সরকার সেই সম্মান দেয়নি। বর্তমান সরকার দিচ্ছে। এটা দেশবাসীর কাছে অত্যন্ত গর্বের।’

এদিন রাজ্য সরকার এবং শাসক দলকে আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘রাজ্য সরকারের ১২ টার পর ঘুম ভাঙে। এখন সবাই ঘুমোচ্ছে। আমরা সকাল সকালই মনীষীদের শ্রদ্ধা জানাই।’ প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার রাষ্ট্রীয় স্বয়ংসেবক অংশ নেন। কলকাতা এবং হওড়ার এই স্বয়ং সেবকরা পথ-আন্দোলন, কদমতাল, নিয়ুধ, দণ্ড প্রহারের মতো অনুশীলনগুলি সর্বসমক্ষে করেন।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর