চ‍্যানেলের সঙ্গে জোট বেঁধে অন‍্য চরিত্রগুলিকে উচ্ছন্নে পাঠাচ্ছেন, মারাত্মক অভিযোগ শ্রুতির বিরুদ্ধে!

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বারংবার সমালোচনার সম্মুখীন হচ্ছেন অভিনেত্রী শ্রুতি দাস (shruti das)। প্রায় দিনই নেটদুনিয়ায় অত‍্যন্ত কুরুচিকর ভাবে আক্রমণ করা হয় তাঁকে। নেটিজেনদের একাংশের প্রশ্ন, এমন গায়ের রং নিয়ে কিভাবে অভিনয়ে সুযোগ পেলেন শ্রুতি? পরপর দুটি সিরিয়ালে অসাধারন অভিনয় প্রতিভা দেখিয়েই নেটজনতার একাংশের মন যোগাতে ব‍্যর্থ হয়েছেন অভিনেত্রী। তাই ট্রোলের উচিত জবাব দেওয়াই সমীচিন মনে করেন শ্রুতি।

গতকালই সমালোচনার বিরুদ্ধে মুখ খুলে শ্রুতি সাফ জানান তিনি নায়িকা হতে আসেননি, অভিনেত্রী হতে এসেছেন। এরপরেও উপমা মুখার্জী নামে এক মহিলা শ্রুতিকে কটাক্ষ করে লেখেন, ‘নায়িকা হতে আসেননি, অথচ নায়িকা হওয়ার জন‍্য তো উঠে পড়ে লেগেছেন। চ‍্যানেলের সঙ্গে জোট বেঁধে অন‍্য চরিত্রগুলিকে উচ্ছন্নে পাঠাচ্ছেন। কি ভেবেছেন মুখ বুজে মেনে নেব?’


বেশ হালকা ভাবে এই অভিযোগের উত্তর দিয়েছেন শ্রুতি। ওই কমেন্টের স্ক্রিনশন এবং সেটে দিব‍্যজ‍্যোতি, রুক্মা এবং নিজের খুনসুটির একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘একদম!! চ্যানেলের সাথে জোট বেঁধে ঠিক এভাবেই মাম্পি চরিত্র টাকে উচ্ছন্নে পাঠাচ্ছি। নায়িকা হব নায়িকা’। আবার এই পোস্টের সঙ্গে দিব‍্যজ‍্যোতি ও রুক্মাকেও ট‍্যাগ করে দিয়েছেন শ্রুতি।


অনেকেই শ্রুতির সমর্থনে এগিয়ে এসেছেন। ইন্ডাস্ট্রির সতীর্থ অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী, বিশ্বজিৎ ঘোষকে পাশে পেয়েছেন তিনি। এছাড়াও শ্রুতি আগেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এসব ট্রোল সমালোচনাতে তিনি পাত্তা দেবেন না। ভাল কাজ করাতেই মন দেবেন তিনি।


আসলে দেশের মাটি’ সিরিয়ালে নোয়া কিয়ান ছাড়াও রাজা মাম্পিও জুটিও দারুন জনপ্রিয়তা পেয়েছে। রাজা মাম্পির জনপ্রিয়তা যত বাড়ছে নোয়া ওরফে শ্রুতির বিরুদ্ধে ততই বিষ উগরে দিচ্ছে নেটজনতার একাংশ। এমনকি স্টার জলসা ও দেশের মাটি বয়কটের ডাকও দিয়েছে কয়েকজন। তাদের উদ্দেশে সম্প্রতি কড়া বার্তা দেন শ্রুতি।

নিজের ফেসবুক হ‍্যান্ডেলে তিনি লেখেন, ‘আবার ও ক্রমাগত “নোয়া কে নায়িকা মানছি না মানব না” মার্কা পোষ্টে আমার নিউজ ফিড নোংরা হচ্ছে। “বয়কট স্টার জলসা” “বয়কট দেশের মাটি” এসব আমায় শুনিয়ে খুব একটা আশানুরূপ ফল পাবেন বলে মনে হয়না। আমি নায়িকা হতে আসিনি,অভিনেত্রী হতে এসেছি যিনি/যারা আমায় যথাযথ চরিত্র দিয়েছেন আমি তাঁর/তাঁদের প্রতি কৃতজ্ঞ। আর আমি নিজেকে নায়িকা বলে দাবীও করিনা। তাই “TAG Shruti Das TO REACH OUR WORDS TO HER” বলে জাস্ট কোনো লাভ নেই। সুস্থতা কামনা করি। পোষ্ট দিয়েও কোনো লাভ নেই জানি তবু আমি থামতে শিখিনি।’

সম্পর্কিত খবর

X