কানাঘুঁষোই তবে সত‍্যি? বিয়ের এক সপ্তাহের মাথায় প্রেগনেন্সি ফটোশুট ফারহান-শিবানীর! নেটপাড়ায় জল্পনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: নামের সঙ্গে বিবাহিত তকমা জোড়ার আগে থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জনে চর্চায় শিবানী দান্ডেকর (Shibani Dandekar)। সপ্তাহ খানেক আগেই ফারহান আখতারের (Farhan Akhtar) স্ত্রী হয়েছেন তিনি। বিয়ের ছবি সোশ‍্যাল মিডিয়ায় ফাঁস হতেই শিবানীর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা ছড়িয়েছিল। সে গুঞ্জনের আগুনে ঘি ঢালল নবদম্পতির নতুন ফটোশুটের ছবি।

সিক‍্যুইনের বডি হাগিং পোশাকে ফারহানের বাহুলগ্না হয়ে পোজ দিয়েছেন শিবানী। তবে নেটিজেনদের নজর কেড়েছে, আঁটোসাটো পোশাকের মাঝে তাঁর খানিক স্ফীত পেট। আর তা দেখেই কানাঘুঁষো শুরু, নতুন সদস‍্যকে ঘরে আনতে চলেছেন শিবানী ফারহান! অনেকে আবার উৎসাহিত হয়ে শুভেচ্ছাও জানিয়ে ফেলেছেন জুটিকে।


এর আগে কনে রূপী শিবানীর প্রথম ভাইরাল ছবিতে কয়েকজনের বেবি বাম্প চোখে পড়েছিল। বিয়ের দিন একটি লাল সাদা ফিশটেল গাউনে সেজেছিলেন শিবানী। মাথায় লাগিয়েছিলেন লাল লম্বা ওড়না। ছবিগুলি ভাইরাল হতেই প্রশ্ন জুড়ে দিয়েছিলেন কৌতূহলী নেটীজেনরা। শিবানী কি অন্তঃসত্ত্বা? সেই জন‍্যই হঠাৎ করে বিয়ে করার সিদ্ধান্ত ফারহানের? তবে বারংবার প্রশ্ন উঠলেও কোনো উত্তর দেননি শিবানী ফারহান।

https://www.instagram.com/p/Cad10d2DE0y/?utm_medium=copy_link

প্রসঙ্গত, খান্ডালায় জাভেদ আখতার ও শাবানা আজমির বাগান বাড়িতে বিয়ে সারেন দুজনে। বর কনের পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধবই শুধু উপস্থিত ছিলেন বিয়েতে। ‘সুকুন’ নামের বাগান বাড়িতে একেবারে ভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান করেছেন ফারহান শিবানী।


প্রথমে শোনা গিয়েছিল, মহারাষ্ট্রীয় রীতিতে বিয়ে করবেন দুজনে। কিন্তু পরে জানা যায়, মহারাষ্ট্রীয় বা ইসলামি কোনো রীতিতেই বিয়ে করেননি তাঁরা। বরং পরিবার পরিজনকে সাক্ষী রেখে নিজেদের লেখা শপথ বাক‍্য পাঠ করে বাকি জীবনটার জন‍্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন ফারহান শিবানী।

সম্পর্কিত খবর

X