অভিষেকের শ্রাদ্ধে এসেও হাসি-গল্প রাজ-ঐন্দ্রিলার! নেটিজেনদের প্রশ্ন, ‘পার্টিতে এসেছেন?’

বাংলাহন্ট ডেস্ক: ২৪ মার্চ খারাপ খবর শুনে সকাল শুরু হয়েছিল টলিপাড়ার। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ‍্যায় (Abhishek Chatterjee)। কিছুদিন ধরে রোগভোগের পর বুধবার ভোর রাতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন অভিনেতা। রবিবার ১১ দিনের মাথায় প্রয়াত স্বামীর পারলৌকিক কাজ করেন স্ত্রী সংযুক্তা চট্টোপাধ‍্যায়। সেই শ্রদ্ধানুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হতে নেটিজেনদের একাংশের রাগ গিয়ে পড়েছে ঐন্দ্রিলা সেন (Oindrila Sen) ও রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) উপরে।

এদিন টলি ও টেলিপাড়ার একাধিক চেনা পরিচিত অভিনেতা অভিনেত্রীরা এসেছিলেন প্রয়াত অভিনেতার শেষ কাজে। উপস্থিত ছিলেন অভিষেকের দীর্ঘদিনের বন্ধু কৌশিক বন্দ‍্যোপাধ‍্যায়, লাবণি সরকার, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, দুলাল লাহিড়ী, শুভাশিস মুখোপাধ‍্যায়, রাজ চক্রবর্তীরা, সাদা পোশাকে প্রয়াত স্বামীর পারলৌকিক কাজ করেন স্ত্রী সংযুক্তা।

IMG 20220403 163024
শ্রাদ্ধানুষ্ঠানের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক জায়গায় গোল করে চেয়ার নিয়ে বসে রয়েছেন তারকারা। রাজ কিছু একটা বলছেন যা শুনে নিজের চেয়ারে বসে হাসছেন ঐন্দ্রিলা। আর সেটা দেখেই ক্ষুব্ধ নেটিজেনদের একাংশ।

https://www.instagram.com/reel/Cb5RMkOl6eN/?utm_medium=copy_link

একজন লিখেছেন, ‘এই প্রথম দেখলাম কাউকে শ্রাদ্ধে এসে হাসতে। এই তারকাদের কি সবকিছুই প্রথম বার নাকি!’ আরেকজন লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে রাজ আর ঐন্দ্রিলা কোনো পার্টিতে এসেছেন।’ আরেকজন রীতিমতো কটাক্ষ শানিয়ে লিখেছেন, ‘মানুষ যতই বড় হয়ে যাক না কেন, প্রাথমিক শিক্ষাটা সবসময়ই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে। নূন‍্যতম ভদ্রতাটুকুও নেই এঁদের।’

IMG 20220405 005432IMG 20220405 005449
বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিষেক চট্টোপাধ‍্যায়। ফুড পয়েজনিং হয়েছিল তাঁর। ‘খড়কুটো’র শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা। সংযুক্তার কাছে ফোন এসেছিল তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার জন‍্য।

পরের দিন শুটিংয়ে গিয়েও অসুস্থতা কাটেনি অভিনেতার। রক্তচাপ অনেকটাই কমে গিয়েছিল। শুটিং ফ্লোর থেকে চিকিৎসকের সঙ্গে ভিডিও কলে কথা হলে তিনি পরামর্শ দিয়েছিলেন, হাসপাতালে নিয়ে যেতে নয়তো বাড়িতেই স‍্যালাইন শুরু করতে। হাসপাতালে যেতে চাননি অভিষেক। বাড়িতে স‍্যালাইন দেওয়ার জন‍্য লোক আসলেও তারা হাতের শিরা খুঁজে পায়নি অভিষেকের। তাই সেদিন রাতে স‍্যালাইনও দেওয়া হয়নি। ভোর রাতের দিকে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন অভিষেক।

Niranjana Nag

সম্পর্কিত খবর