মুখেই শুধু ভালবাসার কথা, পদে পদে অপমান মিঠাইকে! সিডকে অহংকারী, নাকউঁচু নায়ক বলে দাবি দর্শকদের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের দর্শকদের কাঠগড়ায় সিদ্ধার্থ (Siddharth)। দাদুর রাগী নাতির উপরে ক্ষেপে লাল নেটনাগরিকদের একাংশ‌। মুখেই নাকি শুধু ‘ভালবাসি’ বলে সিদ্ধার্থ। কাজে সেই ভালবাসার প্রকাশ দেখা যায় না। উলটে পদে পদে মিঠাইকে (Mithai) অপমান করে সিড। আর এখন তো মোদক পরিবারের সব মেয়েদেরকেই ছোট করছে সিড! মিঠাই এর সাম্প্রতিক পর্ব দেখে এমনি অভিযোগ বেশ কয়েকজনের।

নিত‍্য নতুন ট্র‍্যাক আনার জন‍্য বেশ জনপ্রিয় মিঠাই। আপাতত সিরিয়ালে দেখানো হচ্ছে ঝগড়া। মনোহরায় দুটো দল হয়ে গিয়েছে। একদিকে মেয়েরা একদিকে ছেলেরা। মেয়েদের অভিযোগ, স্ত্রীদের অবদানকে স্বীকারই করে না স্বামীরা। অন‍্যদিকে ছেলেদের অভিযোগ, স্ত্রীরা নাকি তাদের ‘স্পেস’ দেয় না। সংসার ছাড়তেই জানে না।


এই নিয়ে শুরু ধুন্ধুমার কাণ্ড। ঠাম্মি ঘোষনা করে দিয়েছেন, মেয়েরা ছেলেদের জন‍্য কোনো কাজ করবে না। এদিকে হল্লা পার্টির পাল্লায় পড়ে বাইরে থেকে আনা খাবার খেতেও পারছে না উচ্ছেবাবু। আর নিজেও পারছে না রান্না করতে। শেষমেষ মিঠাইকে ডেকে বসে সিড। আর নরম মনের মিঠাইও রান্নায় সহায‍্য করে বরকে।

বিষয়টা জানাজানি হতে সবাইকে যখন মিঠাইকে দোষারোপ করছে তখন একবারের জন‍্যও নিজের দোষটা স্বীকার করেনি সিড। বরং মিঠাইকে বকা খেতে দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। পরে সবার আড়ালে লুকিয়ে মিঠাইয়ের কাছে এসেছে।


এসব দেখেশুনেই রেগে আগুন দর্শকরা। সিডকে সবথেকে বিরক্তিকর, অহংকারী নায়ক বলে দাবি অনেকের। যে সবার সামনে নিজের দোষ স্বীকার না করে স্ত্রীর ঘাড়ে দোষ চাপায় সে কেমন স্বামী? উপরন্তু নেটিজেনদের একাংশ উল্লেখ করেছেন, সিড সুযোগ পেলেই মিঠাইকে অপমান করে।


তার ইংরেজিতে দুর্বলতা নিয়ে বারবার খোঁটা দেয়। নিজের হিংসাটা দেখে না। হল্লা পার্টির তালে তাল দেয়। মেজাজ কন্ট্রোলে রাখতে পারে না, এমন হাজারো অভিযোগ। পুরুষরা একজোট হয়ে মেয়েদের ছোট করছে, এমন দাবিও করেছেন কয়েকজন দর্শক‌। এই ট্র‍্যাক এবার বন্ধ হয়ে নায়ক নায়িকার দিকে ফোকাস করা হোক, এমনি আর্জি সকলের।

সম্পর্কিত খবর

X