ফাঁকা বাড়িতে ব‍্যক্তির পেছনে ওটা কার ছায়া! ভাইরাল টিকটক ভিডিও দেখে ভয়ে কাবু নেটজগত

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বর্তমানে মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে মোবাইল ফোন। আর মোবাইল মানেই সোশ‍্যাল মিডিয়া। আট থেকে আশি সকলেই এখন সোশ‍্যাল মিডিয়ার ভক্ত। ইন্টারনেট যেন আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছে মানুষকে। সোশ‍্যাল মিডিয়ার বিভিন্ন প্ল‍্যাটফর্মে প্রতিদিন হাজারো ভিডিও (video) শেয়ার হয়। তার মধ‍্যে বেশ কিছু ভিডিও হয়ে যায় ভাইরাল (viral)। লাখ লাখ লাইক ও কমেন্ট হয়ে যায় এক একটি ভিডিওতে।
এখন টিকটকের (tiktok) জমানায় সাধারন মানুষ থেকে তারকা সকলেই টিকটক ভক্ত। প্রায় প্রতিদিনই ভাইরাল হয় কোনও না কোনও ভিডিও। আর সেসব দেখে তাজ্জব হয়ে যায় নেটজনতা।
তবে সম্প্রতি এমন একটি ভিডিও প্রকাশ‍্যে এসেছে যা দেখে ভয়ে রাতের ঘুম উড়েছে নেটজনতার। ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব‍্যক্তি নাচ করে টিকটক ভিডিও করছেন। হঠাৎই ক‍্যামেরায় ধরা পড়ে একটা অদ্ভূত ছায়া। এক পলকের জন‍্য দেখা দিয়েই তা অদৃশ‍্য হয়ে যায়। ভিডিওটি ভাল করে দেখলেই বুঝতে পারবেন সিঁড়ির কাছে এক সেকেণ্ডের জন‍্য দেখা গিয়েছে এক রহস‍্যময় ছায়া।


ওই ব‍্যক্তি ভিডিওটি পোস্ট করে জানিয়েছেন, বাড়িতে তিনি একাই ছিলেন। তাই টিকটক করছিলেন। পরে যখন ভিডিওটি চালান তিনি তখন দেখেন ওই অদ্ভূত ছায়াকে। বলা বাহুল‍্য ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে সোশ‍্যাল মিডিয়ায়। ৬০ লাখেরও বেশি বার দেখা হয়েছে এই ভিডিও। নানা রকম মন্তব‍্য করেছেন নেটিজেনরা। কিন্তু সঠিক করে কেউই বলতে পারেনি আসলে ওই ছায়া কিসের।
কেউ কেউ বলেছেন ভূত রয়েছে ওই ব‍্যক্তির বাড়িতে। আবার একজনের বক্তব‍্য, ওটা আসলে বাঁদর। সবার কমেন্টের উত্তরে ওই ব‍্যক্তি জানিয়েছেন, এই ভিডিও দেখার পর তিনি নিজেও ঘুমাতে পারেননি রাতে। কারন তিনি বাড়িতে একাই ছিলেন এবং তার বাড়ি একটি গোরস্থানের পাশে।

 

বলা বাহুল‍্য ওই ব‍্যক্তির এই মন্তব‍্যের পর আরও ঘনীভূত হয়ে উঠেছে রহস‍্য। ভিডিওটিও দেখতে দেখতে তুমুল ভাইরাল হয়ে গিয়েছে নেট জগতে।

সম্পর্কিত খবর

X