বাংলাহান্ট ডেস্ক: ‘লাল সিং চাড্ডা’ মুক্তির পরপরই মুম্বই ছেড়েছিলেন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। স্বামী সইফ আলি খান (Saif Ali Khan) ও দুই ছেলে তৈমুর এবং জাহাঙ্গীরকে নিয়ে ছুটি কাটাতে উড়ে গিয়েছিলেন সইফের পৈতৃক বাড়ি পতৌদি প্যালেসে। বেশ কিছুদিন সেখানে থেকে মূলোর পরোটা খেয়ে, ব্যাডমিন্টন খেলে ভালোই সময় কাটিয়েছেন। কিন্তু মুম্বই ফিরতেই দেখা গেল নবাব ও তাঁর বেগম দুজনেরই মেজাজ টংয়ে!
মুম্বই বিমানবন্দরে সম্প্রতি পাপারাৎজির ক্যামেরাবন্দি হন সপরিবারে করিনা। সবার আগে আগে হাঁটছিলেন সইফ। তাঁর পেছনে আয়ার হাত ধরে বড় ছেলে তৈমুর। তাঁদের অনেকটা পেছনে ছিলেন করিনা। আর তাঁর পাশে পাশেই ছোট ছেলে জেহকে কোলে নিয়ে হাঁটছিলেন আরেক আয়া।
সবার মুখই ছিল গোমড়া। একবারের জন্যও ক্যামেরার দিকে না তাকিয়ে গটগটিয়ে হেঁটে এসে গাড়িতে উঠে পড়েন সইফ। পেছন পেছন হেঁটে আসেন বাকিরা। এই পুরো সময়টা একবারও একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়নি সইফ করিনাকে। গাড়িতে দুজনে বসেছিলেনও আলাদা আলাদা।
নবাব পরিবারের হুড়োতাড়া আর স্বামী স্ত্রীর মধ্যে এত দূরত্ব দেখে রসিক নেটিজেনদের দাবি, নির্ঘাৎ ঝগড়া করে ফিরছেন দুজনে। একজন লিখেছেন, ছুটি কাটাতে গিয়ে ভয়ঙ্কর ঝগড়া করে ফিরছেন দুজন। আরেকজনের প্রশ্ন, স্বামী আলাদা, স্ত্রী আলাদা, ছেলেরা আলাদা, এটা একটা পরিবার? যদিও বলিউডের ‘লভবার্ডস’দের মধ্যে কী হয়েছে তা অবশ্য জানা যায়নি।
https://www.instagram.com/reel/CiFZUiCqEcX/?igshid=YmMyMTA2M2Y=
সময় সুযোগ পেলেই পতৌদি প্যালেসে গিয়ে সময় কাটান সইফ করিনা। অনেক সময়ে সঙ্গে যান তাঁদের পরিবারও। ঘুরতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় টুকটাক ছবি শেয়ার করেছিলেন করিনা। একটি পোস্টে সবজি ক্ষেতে মূলো তুলতে দেখা গিয়েছিল ছোট্ট তৈমুরকে। অনেকটা অঞ্চল জুড়ে বিস্তৃত পতৌদি প্যালেস।
ছবিগুলি শেয়ার করে অভিনেত্রী লিখেছিলেন, ‘দুপুরের খাবারের জন্য ঘি দিয়ে গরম গরম মূলোর পরোটা।’ শুধু তাই নয়, সইফের সঙ্গে ব্যাডমিন্টন খেলার ভিডিও শেয়ার করেছিলেন অভিনেত্রী।