৫৩-তে এসে ফের অন্তঃসত্ত্বা ঋতুপর্ণা? অভিনেত্রীর নাচের ভিডিওতে জোরালো জল্পনা

বাংলাহান্ট ডেস্ক : টলিপাড়ায় কয়েক দশক পার করে ফেলেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। এক সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, চিরঞ্জিত চক্রবর্তীদের সঙ্গে জুটি বেঁধে পর্দা কাঁপিয়েছেন তিনি। তাঁর সমকালীন অনেক নায়িকাই বর্তমানে দূরত্ব বাড়িয়েছেন ক্যামেরা থেকে। তবে ইন্ডাস্ট্রিতে ঋতুপর্ণার (Rituparna Sengupta) জায়গা সেই আগের মতোই রয়ে গিয়েছে। এখনো তিনি কোনো ছবিতে অভিনয় করা মানে সেই ছবি হিট হবেই।

ঋতুপর্ণা (Rituparna Sengupta) কি অন্তঃসত্ত্বা?

যদিও সাম্প্রতিক সময়ে লাগাতার একের পর এক বিতর্কে জড়াচ্ছে ঋতুপর্ণার (Rituparna Sengupta) নাম। বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে সংবাদ শিরোনামে উঠে আসে তাঁর নাম। প্রায় সবসময়ই চর্চায় থাকেন অভিনেত্রী। তবে সম্প্রতি অন্য একটি কারণে লাইমলাইটে উঠে এসেছে ঋতুপর্ণার (Rituparna Sengupta) নাম। নেট পাড়ায় নয়া গুঞ্জন, অভিনেত্রী নাকি অন্তঃসত্ত্বা। অন্তত নেটিজেনদের তেমনি ধারণা। ব্যাপারটা কী?

Netizen assume rituparna sengupta is pregnant again

হঠাৎ এমন গুঞ্জনের কারণ কী: আসলে সম্প্রতি ঋতুপর্ণার (Rituparna Sengupta) একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও থেকে জানা যাচ্ছে, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের ভিডিও এটি। সেখানে একটি ডান্স পারফরম্যান্স করেন ঋতুপর্ণা (Rituparna Sengupta)। গোলাপি ব্লাউজ এবং শাড়ির স্টাইলে একটি পোশাক পরে নাচতে দেখা গিয়েছে তাঁকে। এই ভিডিও দেখেই নেটিজেনদের কয়েকজন প্রশ্ন তুলেছেন, ‘ঋতুপর্ণা কি প্রেগনেন্ট?’ অনেকের মতে, নাচের ভিডিওটিতে অভিনেত্রীকে দেখে মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা। তবে এখানেই থেমে থাকেনি ট্রোলিং।

আরো পড়ুন : ফের উত্তপ্ত কাশ্মীর! জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ এক সেনা আধিকারিক, ভূস্বর্গে বাড়ল নিরাপত্তা

কী বলছেন নেটিজেনরা: একজন লিখেছেন, ‘গানটার ১৩ টা বাজিয়ে দিলো…শঙ্খ দিদি’। আরেকজন লিখেছেন,’ অতি জঘন্য লাগছে আর মানাছছেনা উনি ভাবছে উনার বয়স হয়নি’। আরেকজন মন্তব্য করেছেন, ‘একজন এত অভিজ্ঞ অভিনেত্রী কীভাবে এরকম একটা পোশাক পরে নাচতে পারেন? নাচ নিয়ে কিছু বলব না, কারণ সেটা নিয়ে প্রফেশনাল না হয়ে বলা উচিত নয়। কিন্তু এটাই যদি উনি একটা ফুল কভারড ড্রেস পরতেন, বা শাড়ি অনেক রকম করে পরা যায়। কী বিশ্রী লাগছে, পেট কি দেখাতেই হবে!’ তবে ঋতুপর্ণা (Rituparna Sengupta) কোনো মন্তব্যেরই কোনো উত্তর দেননি এখনো পর্যন্ত।

আরো পড়ুন : জ্বলছে ঢাকা, অশান্তি চরমে! হঠাৎ ইউনূসের কাছে হাজির সেনাপ্রধান, ফের বড় কিছু ঘটবে বাংলাদেশে?

ট্রোল, সমালোচনার সঙ্গে অভিনেতা অভিনেত্রীদের কার্যত ওতপ্রোত সম্পর্ক। গ্ল্যামার জগতে থাকতে হলে এমন নেতিবাচকতার সম্মুখীন যে হতেই হবে তা তারা সকলেই জানেন। তবে অনেক সময় নেট পাড়ায় কটাক্ষ, সমালোচনা শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। এর আগে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর বিষয়ে মুখ খুলেছিলেন ঋতুপর্ণা। তিনি স্পষ্টই বুঝিয়ে দিয়েছিলেন, ট্রোলকে তিনি পাত্তাই দেন না।

 

 

View this post on Instagram

 

A post shared by SITI CINEMA (@siticinema)

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর