বাংলাহান্ট ডেস্ক: ভারতরত্ন (bharat ratna) দেওয়া হোক সোনু সূদকে (sonu sood)। দেশের এই কঠিন পরিস্থিতিতে তিনি যে কাজ করে চলেছেন তার জন্য এই সম্মান তাঁর প্রাপ্য। এই দাবিতেই উত্তাল হয়ে উঠেছে নেটপাড়া। নেট নাগরিকদের দাবি সোনুর এই মানবিকতার পুরস্কার স্বরূপ সরকারের উচিত ওনাকে ভারতরত্ন দিয়ে সম্মান জানানো।
টুইটারে সম্প্রতি এই দাবিতে আওয়াজ তুলেছে নেটিজেন। একজন লিখেছেন, ভারতরত্ন সোনু সূদের প্রাপ্য। সরকার যা করতে পিরেনি তা তিনি করে দেখিয়েছেন। সরকারে ওনার মতো মানুষের দরকার। আবার একজন লিখেছেন, সোনু সূদ এই কাজ পুরস্কারের জন্য করছেন না। কিন্তু তাও আমরা ওনাকে ভারতরত্ন দিয়ে সম্মান জানাতেই পারি।
https://twitter.com/BhatiaCrish/status/1264120400696373249?s=19
@PMOIndia India demands Bharat Ratna for @SonuSood. He did what a government failed to do. India needs people like him to run the government. Wish to see him as a leader and bring the change our country needs. #BharatRatnaforSonuSood
— Abhishek Singhᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠᅠ (@abhirocks1211) May 29, 2020
এক ব্যক্তি জানিয়েছেন, কেরল থেকে ১৭০ জন মহিলাকে ওড়িশায় নিজের গ্রামে পাঠিয়েছেন সোনু। যে উদয়াস্ত পরিশ্রম তিনি করছেন তার জন্য ভারতরত্ন তাঁর প্রাপ্য। অনেকে টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ট্যাগ করেও সোনুর জন্য ভারতরত্নের দাবি জানিয়েছেন।
@narendramodi and @AmitShah, the efforts of @SonuSood in this time of crisis is commendable. His single handled efforts to help the common person in this pandemic has proven he is true people's hero. He is the most deserving one for Bharat Ratna #BharatRatnaforSonuSood
— सनातनी (@kartikay83) May 29, 2020
And The Boss-Thalaiva @SonuSood has arranged a special flight for taking back 170 sisters from Kerala to Odisha to their home.#BharatRatnaforSonuSood #BharatRatnaforSonuSood
— Aman Agrawal (@amanagrawal___) May 28, 2020
প্রসঙ্গত, ১১ মে থেকে শুরু করে এখনও পর্যন্ত ২১টি বাসে করে ৭৫০ জন পরিযায়ী শ্রমিককে মুম্বই থেকে কর্ণাটক ও উত্তর প্রদেশ পাঠিয়েছেন তিনি। আরও ১০টি বাস বিহার ও উত্তর প্রদেশের জন্য রওয়ানা হয়ে গিয়েছে। অভিনেতা জানান, পশ্চিমবঙ্গ, অসম ও ঝাড়খন্ডের সরকারের থেকে অনুমতি মেলা এখনও বাকি আছে। আগামী ১০ দিনে একশোর বেশি বাস মুম্বই থেকে ছাড়বে। পুরো ব্যাপারটাই হচ্ছে সোশ্যাল ডিসট্যান্সিং মেনে। ৬০ জনের বসার বাসে ৩৫ জন শ্রমিক যাচ্ছেন।
এখনও পর্যন্ত ১০ হাজার শ্রমিকের স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন সোনু ও নীতি। সবটাই নিজেদের অর্থে। ৮০০ কিমি রাস্তার জন্য প্রায় ৬৪ হাজার টাকা খরচ হয়েছে তাঁদের। সেখানেই ১৬০০ থেকে ২০০০ কিমি এ খরচ হয়েছে প্রায় ১ লক্ষেরও বেশি। অভিনেতা জানান, শ্রমিকদের শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছে দিচ্ছে বাস। বাসে কোনও শ্রমিককে অনাহারেও থাকতে দিচ্ছেন না সোনু। তাঁর কথায়, যতক্ষণ না সব শ্রমিক নিজেদের বাড়ি পৌঁছাচ্ছেন ততক্ষণ তিনি থামবেন না।