ভিউ বাড়ানোর নতুন কৌশল! আলুপোস্তর পর এবার লালশাক-কলমী শাক রাঁধলেন স্বল্পবসনা সুন্দরীরা

বাংলাহান্ট ডেস্ক: ইউটিউবে (youtube) ‘ইউনিক’ আলুপোস্ত রান্নার ভিডিওর কথা মনে আছে নিশ্চয়ই? খোলা আকাশের নীচে ততোধিক খোলামেলা পোশাকে আলুপোস্ত, টমেটোর চাটনি, কুমড়োর ভর্তা রেঁধে ভাইরাল হয়েছিলেন রিম্পির মতো সুন্দরীরা। সাধারন রান্নাকেই ‘অসাধারন’ ভাবে দেখিয়ে ১ লক্ষের উপরে সাবস্ক্রাইবার বানিয়ে ফেলেছে ‘ইউনিক ভিলেজ ফুড’ (unique village food) চ‍্যানেল।

মাঝে বেশ কিছুদিন চরম ট্রোলের জন‍্য ভিডিও পোস্ট বন্ধ ছিল চ‍্যানেলে। চার মাস পর ফের নতুন দুটি ভিডিও হাজির চ‍্যানেলে। এবারে নতুন দুই সুন্দরী শেখালেন রান্না, লাল শাক ও কলমী শাকের রেসিপি। সেই একই মাটির উনুন, মাঠের ধারে বসে রাঁধলেন মধু ও বর্ষা। মধু শেখালেন লাল শাক রান্নার রেসিপি এবং বর্ষা শেখালেন কলমী শাক রাঁধা।

IMG 20211124 171227
তবে রান্না শেখার থেকেও সুন্দরীদের দিকেই বেশি নজর গেল দর্শকদের। তার ভরপুর প্রমাণ রয়েছে কমেন্ট বক্সেই। মাত্র আট দিনের মধ‍্যে লাল শাক রান্নার ভিডিওতে ভিউ এক লক্ষ ছাড়িয়েছে। এক দিন আগেই আপলোড হয়েছে কলমী শাক রান্নার রেসিপি। তাতে ভিউ ২৮ হাজার। সঙ্গে সঙ্গে শুরু হয়েছে ট্রোলও। এই চ‍্যানেল অশ্লীলতা ছড়াচ্ছে বলে অভিযোগ তুলেছে নেটনাগরাকদের একটা বড় অংশ। রান্নার নামে ‘নোংরামি’ দেখিয়ে ভিউ তোলার চেষ্টা করা হচ্ছে বলেও কটাক্ষ শানিয়েছে নেটিজেনরা।

মাস কয়েক আগে শুরু হয়েছিল এই ইউনিক ভিলেজ ফুড চ‍্যানেল। আচমকাই ইউটিউবে গজিয়ে ওঠা এই কুকিং চ‍্যানেলে আলুপোস্ত, কুমড়ো ভর্তা, ডিম কষার মতো রান্না শেখানো হত। রাঁধতেন সুন্দরী মডেলরা। রান্নার থেকে যদিও মডেলদের প্রতিই চোখ বেশি যেত নেটিজেনদের একটা বড় অংশের। অনেকেই আবার অভিযোগ করেছিলেন গ‍্যাস না জ্বালিয়ে ‘রূপের আগুনে’ রান্না করেন মডেলরা।

সম্প্রতি ওই চ‍্যানেলের রিম্পির দেখা মিলেছিল গায়ক অনীক ধরের নতুন মিউজিক ভিডিওতে। সেখানে তিনি শোভন রূপী অনীকের ‘বৈশাখী’ সেজেছিলেন। মডেল রিম্পিকে দেখে চিনতে সময় লাগেনি নেটিজেনদের। তবে তাঁর আসল নাম স্নেহা কর্মকার। মডেলিং তাঁর পেশা।

Niranjana Nag

সম্পর্কিত খবর